নতুন বছরের সাজের ধারা

নতুন বছরের সাজের ধারা

নতুন বছরের কাছে কিছু প্রত্যাশা তো থাকেই বছর শেষ হওয়ার আগেই শুরু হয়ে যায় নতুন বছর নিয়ে জল্পনা-কল্পনা

কালার প্যালেটটা কি নতুন করে সাজাতে হবে? শখের কেনা লিপস্টিকগুলো বাতিল হয়ে যাবে না তো! আইব্রো-হেয়ার কাটই বা কেমন হবেএমন সব প্রশ্ন এসে জড়ো হয়। সাজের ট্রেন্ডের এমন পালাবদল চলে বিশ্বময়। বছরজুড়ে সাজের ধারা কেমন থাকবে সঠিকভাবে বলা না গেলেও একটু ধারণা তো নেওয়াই যায়।

রেড বিউটি স্যালনের রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভীন বললেন, ‘গত কয়েক বছর ধরে ভারি মেকি মেকআপের বদলে নো মেকআপ লুকের যে পরিবর্তন চলছে, নতুন বছরে সেটির সার্থক রূপ আমরা দেখতে পাব। ন্যাচারাল লুকের মেকআপে ফুটে উঠবে স্নিগ্ধ সতেজ লুক। ত্বকের ধরন, চেহারা, পোশাক, পরিবেশ, সময়ের সঙ্গে সাজ বদলে গেলেও ন্যুড সাজ প্রাধান্য পাবে সবখানে। বছরের শুরুতে শীতের সময়টাতে পার্টি বা দাওয়াতের সাজে চোখে বা ঠোঁটে একটু রঙিন উজ্জ্বল রঙের ব্যবহার থাকতে পারে। রঙিন চোখে শাইনি শ্যাডো বেশ ভালো আধিপত্য বিস্তার করবে বলে আশা করা হচ্ছে। একটু ফ্যান্সি ধাঁচের সাজে কিছু নিরীক্ষাধর্মী সাজ থাকতে পারে

কালারফুল মাশকারা বা লাইনারের বৈচিত্র্যময় ব্যবহার থাকতে পারে ফ্যান্সি সাজে

মিউনি ব্রাইডালের রূপ বিশেষজ্ঞ তানজিনা মিউনি মনে করেন, ‘সাজের সুনির্দিষ্ট ট্রেন্ড বলে এখন তেমন কিছু নেই আর। গত কয়েক দশকের প্রায় সব সাজের ধারা নতুন করে দেখা গেছে ২০১৭ সালে। প্রত্যেকে তার নিজের সঙ্গে মানানসই সাজ আর ফ্যাশন বেছে নিয়েছে। নতুন বছরের সাজের ধারা তাই আলাদা করা কিছুটা মুশকিল। তবে চুলের সাজে বেশ কিছু নতুনত্ব দেখা যাবে বলে মনে হচ্ছে। খোলা চুলের চেয়ে বাঁধা চুলের সাজ জনপ্রিয়তা পাবে।

বিন্দিয়ার রূপ বিশেষজ্ঞ শারমিন কচি বললেন, ‘একটু ছোট ধাঁচের হেয়ার কাট চলবে নতুন বছরে। সঙ্গে বৈচিত্র্যময় রঙিন চুলের দেখা মিলবে। আইব্রোতে একটু মোটা শেপ থাকবে। অনেক বেশি দেখা যাবে ট্যাটু ট্রেন্ড। নানা আকৃতির হরেক ডিজাইনের ট্যাটু তরুণদের মধ্যে জনপ্রিয় হবে। মেকআপের চেয়ে এক্সেসরিজের ব্যবহার বেশি দেখা যাবে নতুন বছরজুড়ে। নাকে নথ, নোলক, কানে পিয়ারসিংয়ের নতুন নতুন সাজ দেখতে পাব আমরা।

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ, ম্যাগাজিন

ছবিঃ সংগৃহীত