খোঁপায় তারার ফুল
পরনে আটপৌরে শাড়ি, গা ভর্তি গহনা, কপালে বড় একটা লাল টিপ আর মস্ত বড় একখানা খোঁপা। ঠিন যেন নব্বইয়ের দশকের নায়িকা! একসময় নারীদের সাজগোজের এই স্টাইল ছিল দেখার মতো। অতীতের সেই রেট্রো স্টাইল এখনো স্টাইলিশ। ঘরে বসেই করতে পারেন দারুণ সব স্টাইলিশ খোঁপা। পরামর্শ দিয়েছেন হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালনের স্বত্বাধিকারী এবং রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা।
আগের দিনে পরিপাটি করে চুল বাঁধা মানেই খোঁপা করা বোঝাত। এখন চুল বাঁধার নানা স্টাইল যুক্ত হয়েছে। খোলা চুলও সেজে উঠছে নিত্যনতুন স্টাইলে। তাই বলে খোঁপার জনপ্রিয়তা কিন্তু হারায়নি! বরং বাঙালিয়ানা শাড়ি থেকে সালোয়ার-কামিজ, গাউনসহ প্রায় সব ধরনের পোশাকের সঙ্গে এখন অনেকেই নানা ধরনের খোঁপা সুন্দরভাবে ক্যারি করছেন। তবে খোঁপা স্টাইলে এসেছে আধুনিকতা। একটু কায়দা করে পরিচিতি সব খোঁপাকেই বিভিন্ন স্টাইলে বেঁধে নিতে পারেন। বাসায় কয়েকবার চেষ্টা করলে খুব সহজেই বেঁধে ফেলতে পারবেন স্টাইলিশ সব খোঁপা।
উঁচু খোঁপা-
হাল ফ্যাশনে খোঁপার নতুন স্টাইল হলো, উঁচু করে খোঁপা বাঁধা। ট্র্যাডিশনাল হোক বা মডার্ন, যে কোনো সাজে এই খোঁপা দারুণ মানায়। সবার প্রথমে সামনের দিকের চুল সেট করে নিন। পাফ করতে পরেন চেহারার আকার অনুযায়ী। এরপর সব চুল পেছনের দিকে করে নিন। উঁচু করে একটা পনিটেল বেঁধে ফেলুন। তারপর হাত খোঁপা করে নিন। পার্লার চিরুনির চোখা অংশের সাহায্যে হালকা করে টেনে খোঁপাটি একটু ফুলিয়ে দিন। চাইলে সুন্দর কোনো কাঁটা আটকে খোঁপাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
রিং খোঁপা-
প্রথমে সামনের দিকের চুল হালকা ব্যাককম্ব করে ফুলিয়ে সেট করে নিন। এবার পুরো চুল পেছনে নিয়ে এক পাশে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নিন। পুরো চুল পাঁচটি ভাগে ভাগ করুন। পাঁচটির বেশিও ভাগ করতে পারেন। এরপর প্রত্যেকটি ভাগ রোল করে পেঁচিয়ে নিয়ে ক্লিপ আটকে নিন। চাইলে একটার পর একটা রাউন্ড শেপ করেও রিংগুলো আটকে নিতে হবে। ব্যাস, সেজে উঠল রিং খোঁপা।
সাইড বেণি খোঁপা-
বাম দিকে সিঁথি করে নিন। এবার ডান দিনের সামনের কিছু চুল নিয়ে বেণি করুন চুলের শেষ প্রান্ত পর্যন্ত। বেণির শেষ প্রান্তে গার্ডার আটকে নিন। পেছনে ছেড়ে রাখা চুল কানের নিচে ডান দিক ঘেঁষে পনিটেল বাঁধুন। এবার একটা মোটা স্পঞ্জের মতো গার্ডার আটকে নিন পনিটেলের গোড়ায়। এবার সব চুল ভেতরের দিকে গুটিয়ে ক্লিপ আটকে দিন। এরপর বেঁধে রাখা বেণি সামনে থেকে পেছনের দিকে এনে খোঁপার মধ্যে আটকে দিন। খোঁপার চুল ও সামনের দিকের চুল আলগা করে নিলেই হয়ে যাবে আপনার সাইড বেণি খোঁপা।
প্লেইন খোঁপা-
এই স্টাইলে খুব সহজেই বড় খোঁপা করা যায়। প্রথমে সামনের দিকের চুল সামান্য পাফ করে নিন চেহারা অনুযায়ী। তারপর সব চুল পেছনের দিকে করে গার্ডার বেঁধে নিন। আবার বেণিও বাঁধতে পারেন। তবে একগোছা চুল ছেড়ে রাখুন। বাকি চুল হাত খোঁপা করে নিন। এবার ছেড়ে রাখা চুল ক্লিপ দিয়ে খোঁপায় ভালো করে আটকে নিন যাতে খোঁপা ঢেকে যায়। পার্লারের মতো ফিনিশিং আনতে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন।
মুখের গড়ন বুঝে খোঁপা-
খোঁপা করার আগে কোন চেহারায় কেমন খোঁপা মানায় তা বুঝে নিতে হবে। কারণ একেক ধরনের মুখের গড়নের সঙ্গে একেক রকম খোঁপা ভালো লাগে।
- যাদের মুখ গোলাকার তাদের জন্য সামনের দিক চুল ফুলিয়ে নিয়ে ঘাড়ের কাছে খোঁপা মানানসই।
- লম্বা মুখের ক্ষেত্রে চুলের দুটো পাশ ফুলিয়ে নিয়ে খোঁপা করলে ভালো লাগবে।
- যাদের কপাল বড় তাদের সামনের দিকে কিছু চুল ছেড়ে রেখে পেছনে খোঁপা করলে বেশ মানাবে।
- ছোট কপালে উঁচু করে টেনে খোঁপা করলে ভালো লাগবে।
- শরীরের উচ্চতা যাদের কম, তাদের মাথার উপরের দিকে খোঁপা করলে উচ্চতা বেশি মনে হবে। লম্বা মেয়েদের জন্য ঘাড় খোঁপাই মানানসই।
ফুলে সাজবে খোঁপা-
খোঁপা বাহারি ঢঙে সাজাতে খোঁপার চারপাশে জড়িয়ে নিতে পারেন ফুল। স্টাইলিশ খোঁপাগুলোয় এক পাশে ফুল ব্যবহার করাই ভালো। এতে খোঁপার ডিজাইনটা ভালো বোঝা যাবে। বেলি, গোলাপ, গ্লাডিওলাস ছাড়াও কৃষ্ণচূড়া, ঘাসফুলসহ বিভিন্ন জংলা ফুল লাগিয়ে নিলে চুলের সাজে আসবে ভিন্নতা।
সূত্রঃ দৈনিক আমাদের সময়
ছবিঃ সংগৃহীত