কালার করা চুলের যত্ন
চুলে নানারকম স্টাইলিং এখন সবারই পছন্দের। বিশেষ করে আজকাল অনেকেই চেহারায় ভিন্নতা আনার জন্য চুল রঙিন করে তোলেন। রঙিন চুল শুধু আপদমস্তক চেহারাই বদলে দেন না পাশাপাশি চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে তোলে কয়েকগুণ বেশি। তবে চুল রঙিন করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা উচিত। শোভন মেকওভার স্টুডিও-এর বিউটি এক্সপার্ট শোভন সাহা বলেন, ‘আজকাল চুল রঙিন করা বেশ জনপ্রিয়। কিন্তু এ ক্ষেত্রে অবশ্যই আপনার গায়ের রং বিবেচনায় রাখা উচিত। অন্যথায় দেখতে কটু দেখাতে পারে।’
বেছে নিন সঠিক রং-
অনেকেই চুল রঙিন করার ক্ষেত্রে প্রথমেই পারমানেন্ট হেয়ার কালার ব্যবহার করেন। এটা করবেন না। প্রথমেই পারমানেন্ট কালার চুলের ক্ষতি করে। এক্ষেত্রে সেমি পারমানেন্ট হেয়ার কালার করে নিতে পারেন। পরবর্তীকালে চাইলে কয়েকবার শ্যাম্পু করলেই রং ধুয়ে নিতে পারবেন। প্রথমবার চুল রঙিন করালে ভালো কোনো সেলুন বা পারলারের প্রফেশনালের সাহায্য নিন। প্রফেশনালরা আপনার চুলের ধরন ও ত্বকের রং বুঝে হেয়ার কালার করাবে। রং বাছাই করার ক্ষেত্রে নিজের চুলের রঙের বিপরীত শেডের কালার না করে ন্যাচারাল কালারের কাছাকাছি করাই ভালো। চুলের কালার করার সময় অবশ্যই বয়স, গায়ের রং ও আপনার পেশার কথাটি মাথায় রাখতে হবে।
ঘরোয়াভাবে চুল রঙিন করতে-
্রপ্রাত্যহিক জীবনে মানুষের ব্যস্ততার কমতি নেই। আর ব্যস্ততা আর সময় স্বল্পতার কারণে অনেকেই জীবনকে রঙিন করে তুলতে পারেন না। এক্ষেত্রে একমাত্র ভরসা ঘরোয়া টোটকা। কিন্তু ঘরোয়া উপায়ে চুল রঙিন করে তুলতে এ সম্পর্কে সঠিক ধারণা তো থাকা চাই। তথ্য প্রযুক্তির কল্যাণে ইউটিউবে পাবেন চুল রঙিন করার নানা লেসন। তাছাড়া হেয়ার কালারের প্যাকেটেও থাকে চুল রঙিন করার নানা নির্দেশনা। বাজারে নানা ধরনের হেয়ার কালার মিলবে। এসব কালারের ভিড়ে পছন্দমতো হেয়ার কালার বেছে নিন। চুল রঙিন করার আগে কালারে অ্যালার্জির সম্ভাবনা আছে কিনা তা পরীক্ষামূলক টেস্ট করে নিতে পারেন।
রঙিন চুলের পরিচর্যা-
চুল রঙিন করানোর পর অয়েল ম্যাসাজ প্রয়োজন। এজন্য অন্তত সপ্তাহে একদিন গরম তেল ম্যাসাজ করুন। শ্যাম্পু করার এক ঘণ্টা আগে আমন্ড অয়েল বা তিলের তেল সামান্য গরম করে হালকাভাবে ম্যাসাজ করুন। এই ম্যাসাজে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন ভালো থাকবে। এরপর কুসুম গরম পানিতে নরম একটি তোয়ালে ভিজিয়ে নিংড়ে নিয়ে মাথার চুলগুলো ৫ মিনিট জড়িয়ে রাখুন এবং এক ঘণ্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
রঙিন চুলের শ্যাম্পু-কন্ডিশনার-
রঙিন চুল সুস্থ এবং সুন্দর রাখার জন্য চুলের গোড়া অবশ্যই পরিষ্কার রাখা উচিত। রঙিন চুলে কালার প্রটেকটিভ শ্যাম্পু ব্যবহার করুন। এ ধরনের শ্যাম্পু চুলের রংকে প্রটেস্ট করে এবং চুল নরম ও সফট রাখে। যে কোনো ভালো কসমেটিক্সের দোকানে হেয়ার কালার প্রটেক্ট শ্যাম্পু পাওয়া যায়। শ্যাম্পু করার আগে চুল ভিজিয়ে শ্যাম্পু ভালোভাবে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। কিছুক্ষণ আলতো ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। রঙিন চুল ধোয়ার ক্ষেত্রে কখনই গরম পানি ব্যবহার করবেন না। শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। এতে করে আপনার চুল আরও চকচকে, নরম এবং কোমল হবে।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন
ছবিঃ সংগৃহীত