ইনস্ট্যান্ট ফর্সা লাগার ৫টি টিপস

ইনস্ট্যান্ট ফর্সা লাগার ৫টি টিপস

আপনার সারাদিনের কর্মব্যস্ততা মাত্র শেষ করেছেন, চেহারায় চেপে বসেছে ক্লান্তির কালো ছায়া। এ সময়েই একটা পার্টিতে যাওয়ার ডাক পড়েছে, অস্বস্তিতে পড়ে গেলেন, কিভাবে যাবেন পার্টিতে? চেহারা ক্লান্তিতে অনুজ্জ্বল লাগছে, তাই আপনার জন্যই ইনস্ট্যান্ট ফর্সা লাগার কিছু সহজ ঘরোয়া টিপস।

১. টকদই-

এক কাপ টক দইতে কিছুটা লবন দিন, সেটা দিয়ে মুখ, গলা ম্যাসেজ করে নিন, সুযোগ থাকলে শরীর এবং হাত এবং পায়েও ম্যাসেজ করে নিন। তারপর ৫ মিনিট অপেক্ষা করে গোসল করে ফেলুন বা মুখ ধুয়ে নিন। এটি স্কিন পলিশার হিসেবে কাজ করবে, যা আপনার ত্বকে দিবে ইন্সট্যান্ট গ্লো।

২. পেঁপে-

ত্বকে ইন্সট্যান্ট গ্লো আনার জন্যে পেঁপে খুব ভালো কাজ করে। পাকা পেঁপের ছোট একটি টুকরো নিয়ে মুখে সার্কুলার মোশনে ৩ মিনিট ম্যাসেজ করুন তারপর ১৫ মিনিট অপেক্ষা করে নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এটা আপনার ত্বকের ট্যান, ডেড সেল দূর করে স্কিন সফট এবং ফর্সা করবে।

৩. শসা-

শসার একটি টুকরা নিয়ে (খোসা ছিলবেন না) আলতো হাতে মুখে ৩-৫ মিনিট ম্যাসেজ করুন। তারপর কয়েক মিনিট অপেক্ষা করে নরমাল পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। আপনি ইন্সট্যান্ট সতেজ এবং গ্লোয়িং ত্বক পাবেন।

 ৪. টমেটো-

একটি টমেটো অর্ধেক করে কাটুন। এবার টমেটোর একটি অংশ নিয়ে মুখে আলতো ভাবে ম্যাসেজ করুন। তারপর ১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে নিন। এটি আপনার ত্বকের ট্যান দূর করে ইন্সট্যান্ট গ্লো এনে দেবে।

৫. মধু-

এক চামচ মধু সাথে কিছুটা কাঁচা দুধ দিয়ে মিশিয়ে নিন, মুখে লাগান। ২০ মিনিট পর ভেজা কাপড় বা তোয়ালে দিয়ে মুছে নিন। ত্বকে ইন্সট্যান্ট গ্লো পাবেন।

 

 

ছবিঃ সংগৃহীত