মেকআপের আগে ত্বক সতেজ করে নিন
মেকআপ ত্বকের ওপরটা সুন্দর করবে। কিন্তু ভিতর থেকে ত্বককে ভালো না রাখলে মেকআপেও সুন্দর দেখায় না। তাই মেকআপের আগে কিছু করণীয় থাকেই। জেনে নিন ঠিক কী কী করবেন।
সুন্দর দেখানোর প্রচেষ্টায় প্রাইমার, কনসিলার, ফেস পাউডার, শিমার, ফাউন্ডেশন, কত কিছুই না ট্রাই করছেন। জানেন কি! আমাদের মুখত্বক শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় অনেক বেশি কোমল। তাই মেকআপের আগেই জরুরি ত্বকের যত্ন। এতে অবশ্য উপকারও রয়েছে। মেকআপ হবে ঠিকঠাক ও আপনি হবেন সবার চেয়ে আলাদা।
মেকআপের আগে-
♦ মেকআপ শুরুর আগে প্রথমেই আপনার মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। কেননা, আপনার ত্বকে যদি ধুলাবালি থাকে কিংবা ত্বক ঘেমে থাকে তাহলে তার ওপর মেকআপ বসতে চায় না এবং এতে ত্বকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
♦ শুধু মুখ ধুয়ে নিলেই হলো না। ত্বকের মৃত কোষ যাতে পরিষ্কার হয়ে যায় সেদিকেও রাখতে হবে বিশেষ নজর। এজন্য স্ক্রাবার দিয়ে সার্কুলার মোশনে আস্তে আস্তে ঘষে আপনার ত্বকের মৃত কোষগুলো পরিষ্কার করে তুলতে হবে।
♦ স্ক্রাবার ব্যবহারের পর নেক্সট স্টেপ হলো টোনার ব্যবহার। এতে ত্বকে ক্লান্তির ছাপ দূর হবে এবং কোনোরকম ময়লা অবশিষ্ট থাকবে না এবং ত্বক সতেজ হয়ে উঠবে।
♦ যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তারা অয়েল কন্ট্রোল ফেসিয়াল ক্লিনজার ও টোনার ব্যবহার করুন। এতে মেকআপ দীর্ঘ সময় থাকবে।
♦ এরপর ত্বকে ভালো করে ক্রিম বা ময়েশ্চারাইজার ম্যাসাজ করে নিন। এতে আপনার ত্বকের রুক্ষতা দূর হবে। ত্বক ভিতর থেকে নরম হয়ে উঠবে। মেকআপ শুরু করার আগে কিছুক্ষণ ক্রিম বা ময়েশ্চারাইজার মেখে অন্তত ১০ মিনিট অপেক্ষা করুন।
♦ সবশেষে মুখে তুলা দিয়ে গোলাপ জল প্রয়োগ করুন বা মুখে গোলাপ জল ছিটিয়ে নিন। এবার আপনি মুখে প্রাইমার প্রয়োগ করে মেকআপ শুরু করুন।
মেকআপের আগে ফেসপ্যাক-
ত্বকে দীর্ঘক্ষণ মেকআপ ধরে রাখার জন্য বা ব্রাইট লুক আনার জন্য ত্বককে রেডি রাখা প্রয়োজন। নাহলে মেকআপের পরও মুখ যদি কালো লাগে তাহলে ভালো দেখাবে না। তাই মেকআপের আগে ট্রাই করতে পারেন এসব ফেসপ্যাক।
শসার প্যাক-
গরমকালে কোনো অনুষ্ঠান থাকলে এই ফেসপ্যাক ট্রাই করতে পারেন। ফ্রেশ লাগবে। একটি শসা খোসা ছাড়িয়ে ভালো করে পেস্ট করে নিন। সঙ্গে ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ডিমের প্যাক-
সন্ধ্যার পার্টিতে ইনস্ট্যান্ট গ্লো পেতে এই প্যাক ট্রাই করুন। একটি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চামচ বেসন এবং কয়েক ফোঁটা লেবুর রস ভালো করে মেশান। এবার পেস্টটি মুখ ও গলায় লাগান। ১৫ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে এক দিন করুন।
টমেটো প্যাক-
মেকআপের আগে ত্বককে এক্সফোলিয়েট করতে ব্যবহার করতে পারে টমেটো এবং চিনির প্যাক। এটা যেমন ইনস্ট্যান্ট গ্লোও দেবে, তেমনই ত্বককে করে তুলবে স্পটলেস। একটি ছোট টমেটো ও এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে, গলায়, ঘাড়ে লাগান। ১০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর সার্কুলার মোশনে ম্যাসাজ করে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
আলুর প্যাক-
পার্টির আগে পারফেক্ট লুক পেতে অনেকেই ব্লিচ করে থাকেন। এক্ষেত্রে আলু অসাধারণ কাজ করে। ব্লিচও হবে আবার পাশাপাশি ত্বকও থাকবে স্মুথ অ্যান্ড সফট। একটি মাঝারি সাইজ আলু খোসা ছাড়িয়ে পেস্ট করে নিন এবং বড় চামচের এক চামচ দই দিন। ভালো করে উপকরণ দুটো মেশান। এই পেস্ট মুখে, গলায়, ঘাড়ে লাগান। ২০ থেকে ২৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত