কিভাবে আপনার বিয়ের লেহেঙ্গাকে পুনরায় ব্যবহার করবেন ?

কিভাবে আপনার বিয়ের লেহেঙ্গাকে পুনরায় ব্যবহার করবেন ?

নিজের বিয়ের কেনাকাটার সময়ে সবাই দুহাত খুলে খরচ করে, সাধ্যের মধ্যে দামী জিনিসগুলো কেনাকাটা করার প্রবণতা থাকে। বিয়ের লেহেঙ্গা তেমনই একটি, অনেক দাম দিয়ে কেনা হয় কিন্তু বিয়ের দিনের পর আর ব্যবহার করা হয় না। কখনো পড়তে ইচ্ছে করে না এটা ভেবে যদি শখের এই পোশাকটি নষ্ট হয়ে যায়, আবার অনেকে পরতে চান না কারন এই পোশাক সবাই পড়তে দেখেছে আবার পরাটা কেমন দেখায় এই ভেবে। কিন্তু এত চমৎকার শখের পোশাকটি আপনি আর পড়বেন না তা কেমন করে হয়?

আজ কিছু টিপস দিতে চাই কিভাবে আপনি পুনরায় আপনার বিয়ের লেহেঙ্গা ব্যবহার করতে পারেন।

 

আধুনিক ব্লাউজ অথবা কুর্তি-

বেশীরভাগ ওয়েডিং লেহেঙ্গার ব্লাউজগুলো ট্র্যাডিশনাল হয়, এতে প্রচুর কাজ থাকে।তাই ভেলভেট দিয়ে নতুন একটি প্লেইন ব্লাউজ তৈরি করে নিন।আর ব্লাউজ ব্যবহার করতে না চাইলে মিড লেংথের কুর্তি পরতে পারেন।আর যদি পার্টিতে সবার দৃষ্টি আকর্ষন করতে চান, ব্লাউজ না পরে ব্লেজার পরে নিন, ওড়না স্কিপ করে যান।

 

লং জ্যাকেট পরতে পারেন-

আজকাল র‌্যাম্পে মডেলদের দেখবেন লং জ্যাকেট পরতে, আপনিও আপনার বিয়ের লেহেঙ্গার সাথে ব্লাউজ না পরে লং শিয়ার জ্যাকেট পরতে পারেন।

 

আনারকলিতে পরিবর্তন করে নিন-

যদি আপনি লেহেঙ্গার খুব বেশী ভক্ত না হয়ে থাকেন আর সালোয়ার কুর্তি অথবা আনারকলি পোশাকে কমফোর্টেবল থাকেন তাহলে আপনার ওয়েডিং লেহেঙ্গাকে আনারকলিতেও পরিবর্তন করে নিতে পারেন। লেহেঙ্গার স্কার্টের সাথে ব্লাউজটি কে সেলাই করে জুড়ে ফেলুন, সেলাইয়ের অংশে আকর্ষনীয় জরীর পাড় বা লেস লাগিয়ে নিন।জরীর অংশটি কোমরকে ডিফাইন করবে আবার সেলাইকেও ঢেকে রাখবে।এর সাথে ম্যাচিং করে লেগিংস বা সালোয়ার পরে নিন।

 

প্লেইন স্কার্ট তৈরি করে নিন-

যদি আপনার লেহেঙ্গার স্কার্টে ভারী কাজ থাকে তাই পড়তে আপনার অস্বস্তি হয়, কিন্তু এর ব্লাউজ এবং ওড়নাটি আপনা বেশী ভালো লাগে এবং ব্যবহার করতে চান তাহলে, নতুন একটি সিল্ক অথবা নেটের কাপড় দিয়ে নতুন একটি প্লেইন স্কার্ট তৈরি করে নিন।নিচের দিকে ব্লাউজের রংয়ের সাথে মিলিয়ে পাড় লাগিয়ে নিন।

 

ওড়না দিয়ে ব্লাউজ তৈরি-

যদি লেহেঙ্গা পুনরায় ব্যবহার করার জন্যে কিছু অংশ বিসর্জন দিতে আপনার আপত্তি না থাকে, অথবা বিয়ের লেহেঙ্গাটি পুরনো ধাচের মনে হয় বলে পড়তে আপত্তি থাকে তাহলে লেহেঙ্গার ওড়না দিয়ে ব্লাউজ তৈরি করে নিতে পারেন।কারন বিয়ের লেহেঙ্গার ওড়নাগুলো ভারী কাজ থাকে। আপনি নরমাল অথবা লং লেংথের ব্লাউজ তৈরি করে নিতে পারেন যেটা চাইলে প্লেইন শাড়ীর সাথেও পড়তে পারবেন।কম কাজের শাড়ীর সাথে হেভী কাজের ব্লাউজের কনট্রাস্ট পার্টিতে পরার জন্যে বেশ আকর্ষনীয় পোশাক মনে হয়।

 

ভিন্ন স্টাইলে পড়ুন-

যদি আপনার বিয়ের লেহেঙ্গা আপনি কোন পরিবর্তন না করেই আবার পড়তে চান, তাহলে পরার স্টাইল বদলে নিন। ভিন্ন ভিন্ন স্টাইলে ওড়না পড়ুন, সাথে ভিন্ন ভিন্ন গহনা এবং অনুসঙ্গ ব্যবহার করুন, হেয়ার স্টাইল বদলে নিন, দেখবেন পুরোনো লেহেঙ্গাতেই আপনি নতুন স্টাইল করতে পারছেন।

 

 

 

 

ছবিঃ সংগৃহীত