দেবীর জন্য ফ্যাশন শো

দেবীর জন্য ফ্যাশন শো

গোলাপি জামদানির কামিজের ভেতর সোনালি নকশার কাজ। নিচে একই রঙের গাউন পরেছিলেন জয়া আহসান। চুলগুলো মাথার পেছনে বাঁধা। অলংকার না হলেও চলত। তবু যেন বাড়তি কিছু রাখা। গা ছমছমে আবহসংগীতের সঙ্গে র‍্যাম্পে দেবীর মতোই লাগছিল তাঁকে।

 

দেবীর অলংকার লাগে না। কিন্তু ‘দেবী’ নামের একটা সিনেমা হচ্ছে, সেটা মুক্তির আগে উৎসব ও উদযাপনের প্রয়োজন আছে। তারই অংশ হিসেবে র‍্যাম্পে হাঁটলেন ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। এই সুযোগে একই র‍্যাম্পে হাঁটলেন প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে বের করা আরও ২৫ তরুণ মডেল।

 

র‍্যাম্পে ‘দেবী’ চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। ছবি: দীপু মালাকার

র‍্যাম্পে ‘দেবী’ চলচ্চিত্রের প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান। ছবি: দীপু মালাকার

 

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরায় যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে ছিল দেবী মঞ্চের ফ্যাশন শো। মডেল হান্টের এ আয়োজনে আবেদন করেছিল প্রায় সাড়ে সাত হাজার তরুণ-তরুণী। সেখান থেকে শুরুতে ৩০০ এবং তাঁদের ভেতর থেকে বেছে ২৫ জনকে এ ফ্যাশন শোতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এই মঞ্চ থেকে একদিন আসবে জয়া আহসানের মতো মডেল ও অভিনেত্রী।

 

র‍্যাম্পে জয়া আহসান। ছবি: দীপু মালাকার

র‍্যাম্পে জয়া আহসান। ছবি: দীপু মালাকার

 

ফ্যাশন শোর এ আয়োজনে গান করেন মেহরীন, কোনাল, বিপ্লব সাহা, কনা প্রমুখ।

 

‘বিশ্বরঙ’ আয়োজিত ‘দেবী মঞ্চ’ অনুষ্ঠানে ‘দেবী’ চলচ্চিত্রের পোশাক পরে মডেল হান্টের মাধ্যমে নির্বাচিত মডেলরা। যমুনা ফিউচার পার্ক, ২৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

‘বিশ্বরঙ’ আয়োজিত ‘দেবী মঞ্চ’ অনুষ্ঠানে ‘দেবী’ চলচ্চিত্রের পোশাক পরে মডেল হান্টের মাধ্যমে নির্বাচিত মডেলরা। যমুনা ফিউচার পার্ক, ২৮ সেপ্টেম্বর। ছবি: দীপু মালাকার

 

 

ছবির মুক্তির এক মাস আগে ‘দেবী’ চলচ্চিত্রের পোশাক পরে দেবী মঞ্চে হাঁটলেন ছবির অভিনয়শিল্পীরা। র‍্যাম্পে এসেছিলেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচসহ অন্য কলাকুশলীরা। চলচ্চিত্রের অনুষঙ্গ নিয়ে দেশে এবারই প্রথম ফ্যাশন শোর আয়োজন করা হলো। মডেল হান্টের মাধ্যমে নির্বাচিত মডেলদের গ্রুমিং করে এ ফ্যাশন শোর আয়োজন করেছে দেবীর ওয়ার্ডরোব পার্টনার বিশ্বরঙ। শিগগির সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে ‘দেবী’ ছবিটি।

 

 

 

সূত্রঃ দৈনিক প্রথম আলো