শীতের স্টাইলিশ আউটফিট

শীতের স্টাইলিশ আউটফিট

এখনকার শীত মানে ভারী শীতবস্ত্রে জবুথবু হয়ে ঘরে বসে থাকা নয়। এখন শীত মানে স্টাইলিশ আউটফিট। পোশাকে বৈচিত্র্য।

 

স্টাইলে ফুলস্লিভ টি-শার্ট-

হালকা শীতে আরামদায়ক ফুলস্লিভ আউটফিট। আর তাই গরমে যেমন টি-শার্ট তরুণ-তরুণীদের পছন্দের, ঠিক তেমনি হেমন্তের এ সময় তরুণ-তরুণীরা পছন্দ করছেন ফুলস্লিভ টি-শার্ট। ফ্যাশন ডিজাইনার তৌহিদ চৌধুরী জানালেন, ‘ফুলস্লিভ টি-শার্টে এখন আলাদা আলাদা স্টাইপ করা হচ্ছে। রয়েছে একরঙা এবং বিভিন্ন রঙের হালকা ও ডিপ শেড। বিগত বছরগুলো জোড়াতালি ডিজাইন চললেও বর্তমানে এক কাপড়ের ডিজাইনই প্রাধান্য পাচ্ছে বেশি। ফুলস্লিভ টি-শার্ট যেমন হালকা শীত থেকে রক্ষা পাওয়া যায় তেমনি ফুলস্লিভ টি-শার্টের ওপর স্যুট-ব্লেজার কিংবা জ্যাকেট পরে নিলে ভারী শীত থেকেও রক্ষা পাওয়া যায়। লুকেও আসবে নতুনত্ব।’ ফ্যাশনে টু-পার্ট ফুলস্লিভ টি-শার্ট গত হলেও একেবারে বাদ পড়ে যায়নি। কেননা টু-পার্টের টি-শার্টের ওপরিভাগে দেখা যায় এক ডিজাইন আর নিচে দেখা যায় আরেক। আবার দুই পার্টের রঙেও রয়েছে ভিন্নতা। আর এবার শীতে নতুন আসছে হালকা জ্যাকেট, লং কার্ডিগান, ফুলস্লিব পুলওভারও।

 

ফ্যাশনেবল জ্যাকেটে-

বারবিকিউ পার্টি হোক কিংবা রাতের ফরমাল দাওয়াত, নিশ্চিন্তে গায়ে চাপিয়ে নিতে পারেন জ্যাকেট। শুধু বুঝতে হবে উপলক্ষটা। ক্যাজুয়াল যে কোনো আয়োজনে পরতে পারেন জিন্সের জ্যাকেট। ফরমাল পোশাকে ভালো লাগবে পিওর লেদারের বা আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেট। ফ্যাশন ডিজাইনার বিটু খান জানালেন, ‘বাজারে এখন পিওর সিনথেটিক লেদার এবং মিক্সড লেদারের জ্যাকেট পাওয়া যাচ্ছে, যা অফিসে ক্যাজুয়াল ওয়্যার বা সান্ধ্য পার্টি থেকে নৈশ আড্ডা সব পরিবেশেই দারুণ মানিয়ে যায়। লেদারের জ্যাকেটের মধ্যে ক্লাসিক লেন্থ জিপ ফ্রন্ট জ্যাকেট, টু বাটন, ফোর বাটন, ভেলেন্ট লেদার রাইডিং জ্যাকেট, ইলাস্টিক বোম্বার স্টাইল জ্যাকেট হালফ্যাশনে জনপ্রিয়।’

 

ফরমাল কিংবা ক্যাজুয়াল লুকে কোটব্লেজার-

অফিস, মিটিং, প্রেজেন্টেশন কিংবা পার্টিতে ছেলেমেয়ে সবার কাছে ফরমাল ব্লেজারের চাহিদা বরাবরই। হালকা শীতে রাতের পার্টিতে ফুলস্লিভ টি-শার্ট বা ফরমাল শার্টের সঙ্গে কোট কিংবা ব্লেজার আপনাকে দেবে স্টাইলিশ লুক। বর্তমানে স্টাইলিশ শর্ট বডি ফিটিং হ্যান্ডস্টিচ, এমব্রয়ডারি, বাটনলেস, টপসিন, বেনকলার, শার্ট কলারসহ বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল ব্লেজার চলছে। এখন অনেক ব্লেজার এমনভাবে তৈরি করা হচ্ছে যেটা ফরমাল ও ক্যাজুয়াল দুই পরিবেশেই মানিয়ে যায়। সেমি ক্যাজুয়ালও পছন্দ করছেন অনেকে। ছেলেরা শুধু শার্ট-প্যান্টের সঙ্গে ব্লেজার পরলেও মেয়েদের স্কার্ট, টপস, শার্টড্রেস, টি-শার্টের সঙ্গে ব্লেজার ভালো লাগবে। সুতি, রেমি কটন, ইতালিয়ান ভারসেস, ডরমেনি, টুইড কাপড়ের ব্লেজারের চাহিদা বেশি।

 

স্টাইলিশ সোয়েটার-

ভাবছেন সোয়েটার পরে জবুথবু হওয়ার মতো শীত পড়েছে নাকি! না, ভারী সোয়েটার পরার সময় এখনো আসেনি। তবে হালকা শীতেও সোয়েটার পরতে পারেন। কারণ হালকা শীতে পরার জন্য এখন হালকাপাতলা নরমাল সোয়েটার, টপস সোয়েটার, ফ্রক সোয়েটার, কটি সোয়েটার, মেয়েদের রাউন্ডনেক, টার্টলনেক সোয়েটারসহ নানারকম স্টাইলিশ সোয়েটার বাজারে পাওয়া যাচ্ছে। কেবল উষ্ণ পোশাক হিসেবে নয়, এসব সোয়েটার আপনি অনায়াসে পরতে পারবেন ওয়েস্টার্ন আউটফিট হিসেবেও।

 

হুডিতে মানবে হাওয়া-

কানঢাকা টুপি পরা ছাড়া গতি নেই, কিন্তু জিনিসটা তো বড্ড সেকেলে। ফ্যাশনেবল না হলে কি আর তা পরা যায়? এর সমাধান হুডি। না, শীত ফ্যাশনে হুডি নতুন নয়, তবে ঘুরে-ফিরে প্রতি বছরই হুডিতে আসে নতুনত্ব। ফুলসিøভ টি-শার্ট ও শার্ট, সোয়েটার, জ্যাকেটসহ নানা ধরনের পোশাকে এখন হুড ব্যবহার হচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন কাটের টপসের সঙ্গেও বর্তমানে হুড ব্যবহার করা হচ্ছে।

 

আরাম ও স্টাইলে ডেনিম-

বুনন আর ইন্ডিগোর রঙের বিশেষ সমাহারের কারণে ডেনিমের খ্যাতি বিশ^জোড়া। পাতলা আর ভারী দুই ধরনের ডেনিমই রয়েছে বাজারে। প্যান্ট ছাড়াও শীতের জন্য এখন তৈরি হচ্ছে ডেনিমের জ্যাকেট, স্কার্ট, ব্লেজার, কটি, টিউনিক, টপস, ফ্রক, শার্টসহ বিভিন্ন পোশাক। শীত ফ্যাশনে রাফ অ্যান্ড টাফ লুকে পেতে পরতে পারেন স্টাইলিশ ডেনমি পোশাক।

 

শীতপোশাকে অনুষঙ্গ-

শীতের যে কোনো পোশাকের সঙ্গে বটম হিসেবে ছেলেমেয়ে সবাই সঙ্গী করতে পারেন জিন্স, ডেনিম কিংবা গ্যাবার্ডিন প্যান্ট। ছেলেদের স্ট্রেটকাট ট্রাউজার ছাড়াও ফুলস্লিব শার্ট, টি-শার্টে বৈচিত্র্য আনবে রঙিন স্ট্রেটকাট ক্যাজুয়াল চিনো প্যান্ট কিংবা স্ট্রচ গ্যাবার্ডিন প্যান্ট।

 

কোথায় পাবেন-

ব্র্যান্ডের শীতের পোশাক কিনতে চাইলে যেতে পারেন এক্সট্যাসি, ইয়োলো, লা-রিভ, ইনফিনিটি, ক্যাটস আইসহ বিভিন্ন ফ্যাশন হাউসে। বন্ধনশপ ডটকম, ওয়েস্ট রঙসহ বিভিন্ন ফ্যাশন হাউসের অনলাইন এবং অফলাইন শপ থেকেও কিনে নিতে পারেন হালকা শীতের পোশাক। এ ছাড়া বঙ্গবাজার, ধানম-ি হকার্সসহ বিভিন্ন মার্কেট এবং শপিংমল তো রয়েছেই।

 

 

 

 

সূত্র- দৈনিক আমাদের সময়