হাইলাইটের মিসটেকগুলো কি কি ?
হাইলাইটার আপনার জন্যে অনেক কাজের হতে পারে যদি আপনি সঠিকভাবে এটি ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকে গ্লো নিয়ে আসবে, এমনকি নিস্প্রভ ত্বকও বেশ ঝলমলে লাগবে। তবে যদি ব্যবহারের ক্ষেত্রে সঠিক ভাবে না করেন তাহলে আপনার মুখ অনেক বেশী শিমারি এবং শাইনি মনে হতে পারে যা আপনার পুরো লুকটাই নষ্ট করে দিতে পারে।
তাই নিচের হাইলাইটার মিসটেকগুলো কি হতে পারে জেনে রাখতে পারেন এবং সেগুলা সম্পর্কে সতর্ক থাকতে পারেন।
১. ভুল জায়গায় লাগানো-
হাইলাইটারের ক্ষেত্রে সঠিক স্থান গুরুত্বপূর্ন।কারন হাইলাইটারের কাজ হলো আপনার মুখ কে সঠিক ভাবে তুলে ধরা এবং একটি ইয়ুথফুল গ্লো দেয়া।
চিক হাইলাইট- হাইলাইটার চিকবোনের উপরে লাগাবেন, কখনোই চিকবোনের নিচে লাগাবেন না।
নোজ হাইলাইট- আপনার নাকের ব্রিজে স্ট্রেইট লাগালে নাক স্লিম মনে হয়।
চোখে- চোখের ইনার কর্নারে হাইলাইট করুন।
ঠোঁটে- ঠোঁটের কিউপিড বো হাইলাইট করুন।
২. বেশী পরিমানে হাইলাইটার ব্যবহার করা-
আপনি যদি সুপার শাইনি ফেস না চান তাহলে আপনাকে সচেতন থাকতে হবে কতটুকু হাইলাইটার আপনি ব্যবহার করবেন। মনে রাখবেন, মেকআপের ক্ষেত্রে অল্পই ভালো এমনকি সেটা হাইলাইটারের ক্ষেত্রেও।
৩. ভুল শেড ব্যবহার করা-
পাউডার এবং ক্রিম ফর্মেটে বিভিন্ন শেডের হাইলাইটার আছে।আপনার স্কিন টাইপ এবং টোন অনুযায়ী আপনাকে সঠিক হাইলাইটার বেছে নিতে হবে।আপনার ফাউন্ডেশন মেকআপের চেয়ে দুই শেড লাইটার, হাইলাইটার নির্বাচন করুন।যদি আপনি ফর্স হোন তাহলে পিঙ্ক শেডের মধ্যে থেকে হাইলাইটার বেছে নিন। যদি আপনি শ্যামবর্ন হোন তাহলে পিচ হাইলাইটার বেছে নিন।আর যদি আপনি ডার্ক স্কিন টোনের হোন তাহলে ব্রোঞ্জ হাইলাইটার বেছে নিন।
৪. লাইট নিয়ে আপনি বিবেচনা করছেন না-
আপনি হাইলাইটার ব্যবহার করার সময় লাইট নিয়ে বিবেচনা করবেন।বুঝতে সমস্যা হচ্ছে? ধরুন আপনি সারাদিন আপনাকে সফট, ডিম লাইটের আলোতে থাকতে হয় তাহলে আপনি মৃদু আলোতে মুখের বিভিন্ন অংশগুলোকে হাইলাইট করার জন্য স্পার্কলি হাইলাইট করবেন যেন মৃদু আলোতেও বোঝা যায়। অপরদিকে আপনি যদি সারাদিন বাইরে কাটানোর জন্য তৈরি হোন তাহলে এমন হাইলাইটার ব্যবহার করবেন যেন সূর্যের আলোতে তা খুব বেশী মনে না হয়। চাইলে বের হওয়ার আগে নিজের মোবাইল ক্যামেরায় ছবি তুলে দেখে নিন আপনাকে কেমন লাগছে।তাহলে বাইরে যাওয়ার পর আপনার হাইলাইটার দেয়া ছবিগুলো কেমন আসবে সে সম্পর্কেও একটি ধারনা পেয়ে যাবেন।
৫. ভুল ফাউন্ডেশনের সাথে ব্যবহার করছেন-
সবকিছুই তো করেছেন তবু কেন যেমন লাগার কথা ছিল তেমনটা হচ্ছে না ? বিষয়টা হতে পারে আপনার ফাউন্ডেশনের ভুলের কারনে।যদি আপনি পাউডার ফাউন্ডেশন ব্যবহার করেন, তাহলে পাউডার হাইলাইটার এপ্লাই করুন।যদি আপনি লিকুইড ফাউন্ডেশন ব্যবহার করেন তাহলে লিকুইড হাইলাইটার এপ্লাই করুন।
ছবিঃ সংগৃহীত