কপাল বড় হলে চুলের কাট কেমন হবে !

কপাল বড় হলে চুলের কাট কেমন হবে !

কপাল যদি বড় হয় তো কেমন হওয়া উচিত চুলের কাট? জানিয়েছেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন।

 

কপাল বড় হলে অনেকেই চুলের কাট নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। কোন কাটে মানাবে ভালো এ নিয়ে যেন চিন্তার শেষ থাকে না। দ্বিধা থেকে রক্ষা পেতে হেয়ারস্টাইল বদলে নতুন কাট দিন। হেয়ারকাট দিতে হবে মুখের গড়ন বুঝে। হেয়ার কাট চেহারার সঙ্গে মানানসই না হলে ভালো দেখায় না। কপাল যদি বড় হয়, তাঁদের লম্বা চুল বেশি মানায়। সামনের দিকটায় খুব বেশি ছোট করে চুল কাটা যাবে না। এতে মুখ আরো বেশি বড় আর লম্বাটে দেখাবে। অনেকেই চুলের কাটে হার্ট-শেপ বেশি পছন্দ করেন। কিন্তু জেনে রাখতে হবে, এতে কপাল আরো বড় আর থুঁতনি সুচালো দেখায়। এ জন্য পিক্সি কাট দিতে পারেন। চুলে কলারবোন-লেন্থ বা সোল্ডার-লেন্থকাট দিন। চুলের এই কাটে বড় কপালের সঙ্গে সোয়াপিং-ব্যাংকস, ইউনিফর্ম-লেয়ার বা ফুল-ব্যাংকস বেশ মানিয়ে যায়। চুলে এই কাট দিলে বড় কপালের বদলে চোখের দিকে মানুষের নজর বেশি পড়ে। চুল যদি লম্বা হয়, তবে সামনের দিকে এমনভাবে কাটুন, যাতে চুল চিকবোন পর্যন্ত থাকে। মুখের গড়ন যদি লম্বা হয় তাঁদের কপালের গড়নও বেশ চওড়া হয়। চওড়া কপাল ঢাকতে ব্যাংকস কাট সবচেয়ে বেশি উপযোগী। এই কাটের বিশেষত্ব হচ্ছে চুলগুলো কপালের ওপর পড়ে থাকে। এতে কপাল দেখতে আর বড় লাগে না। সঙ্গে পেছনের চুল যদি লম্বা হয় তাহলে ইউ, স্ট্রেইট বা লেয়ার কাটও দিতে পারেন।

 

 

এ ছাড়া চাইলে স্কয়ার লেয়ার কাটও দিতে পারেন। এটাও বড় কপালে বেশ ভালো মানিয়ে যায়। ইচ্ছা করলে চুলের ওপর দিকটা একটু ব্যাংকস করে ফুলিয়ে নিতে পারেন। যদি ব্যাংস করতে চান তবে চোখের নিচ পর্যন্ত লম্বা করে কাট দিন। তারপর চুলগুলো আচড়ে কপালের ওপর ছেড়ে দিন। এটা করেও বড় কপাল আড়াল করে ফেলা যায়। চুল কাটার সময় খেয়াল রাখতে হবে, যেন কানের দুই পাশের অংশ একটু চাপা দেখায়। বড় কপাল হলে চুলে ফ্ল্যাট আয়রন করা থেকে দূরে থাকতে হবে। কারণ এতে লম্বা মুখ আরো লম্বাটে দেখাবে। চাইলে ফ্রন্ট লেয়ার করে পেছনে স্টেপ কাট করুন। কপাল বড় হলে কখনোই চুল টেনে বাঁধবেন না। সবচেয়ে ভালো হয় একজন রূপবিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চুলে কাট দেওয়া। আপনার মুখের গড়ন, কপাল ও চুলের ধরন দেখে তিনিই সবচেয়ে ভালো বুঝবেন কোন কাট দিলে সবচেয়ে ভালো মানাবে আপনাকে।

 

 

 

 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ

ছবিঃ সংগৃহীত