কফি দিয়ে ৫টি ফেসপ্যাক

কফি দিয়ে ৫টি ফেসপ্যাক

কফি পানীয় হিসেবে দারুন, কিন্তু কফির বিউটি বেনিফিটও যে আছে অনেক এটা কি জানেন ?

 

কফিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট যা ত্বকের ফ্রি র‌্যাডিকেলস ড্যামেজ দূর করতে কাজে দেয়। কফি বেশ ভালো এক্সফোলিয়েটরও, যা দিয়ে স্ক্র্যাবিং করলে ত্বকের ট্যান,লালচে ভাব দূর হয়। বাসায় কয়েকটি কফির ফেসপ্যাক ট্রাই করতে পারেন।

 

১. কফি এবং মধুর ফেসপ্যাক-

১টেবিল চামচ কফি পাউডার এবং ১ টেবিল চামচ মধু নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সার্কুলার মোশনে মুখে এবং গলায় লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

 

২. কফি, দই এবং ওটমিলের ফেসপ্যাক-

কফি এবং ওটমিল দুটোতেই এক্সফ্লোয়েটিং উপাদান আছে, তাছাড়া দই এবং ওটমিল ত্বক সফট করে। ১ টেবিল চামচ কফি এবং ১ টেবিল চামচ ওটমিল এবং ১ টেবিল চামচ টকদই নিন। চাইলে এর সাথে মধুও মিশাতে পারেন। ভালোভাবে মিশিয়ে গলায় এবং মুখে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

৩. কফি এবং অলিভ অয়েলের ফেসপ্যাক-

এটি শুস্ক ত্বকের জন্য ভালো ফেসপ্যাক। ১ টেবিল চামচ কফি পাউডার এবং ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালোমতো মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। মিশ্রনটি গলায় এবং মুখে লাগিয়ে ২৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

 

৪. কফি এবং কোকোর ফেসপ্যাক-

কফি এবং কোকো দুটোতেই অ্যান্টি অক্সিডেন্ট আছে, যা ফ্রি র‌্যাডিকেলস এর ড্যামেজ সারাতে কাজে দেয়। সমপরিমান কফি এবং কোকো পাউডার এর সাথে অল্প মধু মিশিয়ে নিন। মুখে এবং গলায় লাগিয়ে ২০ মিনিট পরে ধুয়ে ফেলুন।

 

৫. কফি, লেবু এবং মধুর ফেসপ্যাক-

লেবুতে আছে ভিটামিন সি যা ত্বকের দাগ দূর করতে কাজে দেয়। ১টেবিল চামচ কফি পাউডার, ১ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস ভালো ভাবে একসাথে মিশিয়ে নিন। মিশ্রনটি গলায় এবং মুখে লাগিয়ে ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

 

 

 

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত