মুখের মেছতা দূর করুন

মুখের মেছতা দূর করুন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের মুখে মেছতার দাগ প, তবে অল্প বয়সেও ত্বক সমস্যার কারনে মুখে মেছতার দাগ পড়তে থাকে অনেকের। নারী-পুরুষ সবার ক্ষেত্রেই এই সমস্যা বেশ বিড়ম্বনায় ফেলে দেয়। অনেকেই বুঝে উঠতে পারেন না কিভাবে দূর করবেন এই দাগ, চটকদার বিজ্ঞাপন দেখে বিভিন্ন বিউটি প্রোডাক্টের পিছনেও খরচ করেন, কিন্তু দাগ যেন যেতেই চায় না।

জেনে নিন মেছতার দূর করার ঘরোয়া উপায় এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে।

চিকিৎসা পদ্ধতি-

মেছতা দূর করার জন্য এখন ত্বক বিশেষজ্ঞরা বিভিন্ন উপায়ে চিকিৎসা করে থাকেন। আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে কোন পদ্ধতিতে চিকিৎসা করাতে পারেন, এর চিকিৎসার পদ্ধতির মধ্যে রয়েছে

কেমিক্যাল পিলিং- যা বিশেষ মাত্রায় প্রয়োগ করে মেছতার চিকিৎসা করা হয়।

এমসিডি (মাইক্রোডার্মোএব্রসন)- নামক একটি যন্ত্র দিয়ে, ঘূর্ণায়মান ডায়মন্ড ফ্রেইজের মাধ্যমে দাগযুক্ত স্থান থেকে ত্বক তুলে নেয়া হয়, তারপর নির্দিষ্ট ঔষধ প্রয়োগের করা হয়।

ক্রায়োথেরাপি- এর ক্রায়ো এজেন্ট অতি ঠান্ডায় প্রয়োগ করা হয়, ফলে ত্বকে ফোস্কা পরে এরং কিছুদিন পরে শুকিয়ে গিয়ে ফোস্কাযুক্ত ত্বক ঝড়ে পরে এবং ভিতর থেকে নতুন ত্বক গজায়।

 

ঘরোয়া উপায়ে মেছতা দূর করতে-

ঘরোয়া উপায়ে মেছতা দূর করতে আপনি বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সাহায্য নিতে পারেন, যা আপনার অর্থ সাশ্রয় করবে আবার ত্বকের দাগও দূর করবে।

টমেটো- টমেটোতে থাকা ভিটামিন সি ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে, ত্বক সতেজ করে। টমেটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা-

আপনি চাইলে ঘরে থাকা ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন অথবা বাজারের এলোভেরা জেলও ব্যবহার করতে পারেন। শুধু অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন অথবা প্যাক হিসেবে মুলতানী মাটির সাথে মিশিয়ে লাগান, শুকিয়ে গেলে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

আলুর রস-

আলুর রস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে, শুধু আলুর রস মুখে লাগিয়ে পারেন আবার প্যাকের সাথে মিশিয়েও লাগাতে পারেন। এটি আপনার ত্বকের কালো দাগের পাশাপাশি চোখের নিচের কালি দূর করতেও সহায়তা করবে।

লেবু-

লেবুর রস ত্বকের কালো দাগ দূর করতে সহায়তা করে, তবে লেবুর রসে সাইট্রিকি এসিড আছে তাই সরাসরি না লাগিয়ে কোন কিছুর সাথে মিশিয়ে ত্বকে লাগাবেন। এছাড়া লেবুর টুকরাতে চিনি লাগিয়ে মেছতার উপর আলতো হাতে ঘষুন ৫ মিনিট। তারপর ১৫ মিনিট অপেক্ষা করুন এবং পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

টক দই-

টকদই ও ত্বক উজ্জ্বল করে, টকদই এর সাথে কিছুটা মধু মিশিয়ে নিয়ে মুখে লাগান, ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন।

 

ছবিঃ সংগৃহীত