অন্যের মন জয় করতে চান ?

অন্যের মন জয় করতে চান ?

নিজেকে পরিপাটিভাবে প্রকাশ করতে শিখুন পরিষ্কার পোশাক পরিধানে মনোযোগী হোন নতুন পরিচয় হওয়া মানুষের মনে আপনার পোশাক-পরিচ্ছদের গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে সেদিকে খেয়াল রাখুন

অন্যের কাছে নিজেকে সুন্দর করে উপস্থাপন করার জন্য কত প্রচেষ্টাই না থাকে সুন্দর করে কথা বলা, দারুণ মনোমুগ্ধকর সুগন্ধি কিংবা নান্দনিক বাচনভঙ্গি নিয়ে অন্যদের মন জয় করার চেষ্টা করে যাই আজ পড়ুন এমনই কয়েকটি পরামর্শ যার মাধ্যমে আপনি খুব দ্রুত অন্যদের মন জয় করে নিতে পারেন

নিজেকে একটি দক্ষতার পরিচয়ে প্রকাশ করুন-
আপনি সব পারেন, সব জানেনতাহলে আপনাকে কেউ মনে রাখবে না নিশ্চিত থাকুন বন্ধুমহলে নিজের একটি দক্ষতার মাধ্যমে নিজেকে পরিচিত করুন একাধারে ক্রিকেট খেলেন, ভালো বেহালা বাজান, দারুণ সাইকেল চালানএমনই নানা পরিচয়ে সবাই আপনাকে চিনলে কেউই গুরুত্ব দেবে না খেয়াল করে নিজের জন্য একটি পরিচয় গ্রহণ করে সবার কাছে প্রকাশ করুন

দেখতে পরিপাটি হোন-
আপনি হয়তো সুদর্শন নন, আবার ক্রীড়াবিদদের মতো সুঠাম দেহের অধিকারী নন নিজেকে পরিপাটিভাবে প্রকাশ করতে শিখুন পরিষ্কার পোশাক পরিধানে মনোযোগী হোন নতুন পরিচয় হওয়া মানুষের মনে আপনার পোশাক-পরিচ্ছদের গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে সেদিকে খেয়াল রাখুন কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০১২ সালে এক নিবন্ধে জানান, প্রথম পরিচয়ের ৩০ সেকেন্ডের মধ্যে জুতা পোশাকের মাধ্যমে একটি ছাপচিত্র মানুষের মনে তৈরি হয়, যা কয়েক বছর পর্যন্ত মানুষ মনে রাখতে পারে

দাঁড়িয়ে কথা বলতে শিখুন-
শ্রোতাদের ওপর ইতিবাচক প্রভাব তৈরি হয় অফিসে কিংবা ক্লাসরুমে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস করুন সবাই আপনার কথা গুরুত্বসহকারে নেবে

কথা বলুন-
আমরা কোথাও নতুন পরিবেশে অবস্থান করলে চুপ থাকার চেষ্টা করি যা কখনই করবেন না কোনো নতুন জায়গায় গেলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হোন আপনার নাম-পরিচয় দিয়ে নতুন মানুষটির পরিচয় জানার চেষ্টা করুন যেকোনো সামাজিক অনুষ্ঠানে আগে চলে এসে নতুনদের সঙ্গে এভাবে পরিচিত হতে পারেন

মুক্তভাবে নিজেকে প্রকাশ করুন-
আপনি যা তা প্রকাশ করতে শিখুন নিজেকে ভ্রান্তভাবে সবার সামনে প্রকাশ করবেন না আপনি হয়তো সাময়িক মুগ্ধতা ছড়াতে পারবেন, কিন্তু একসময় আপনার আসল পরিচয় সবাই জেনে যাবে শক্তি নিয়ে নিজেকে প্রকাশ করতে জানুন আপনার মধ্যে জড়তা থাকলেও তা প্রকাশ করুন নিজেকে নিয়ে লুকোচুরি করবেন না

হাসুন-
যত কঠিন পরিবেশেই হাজির হোন না কেন, হাসুন পরিস্থিতি বুঝে হাসতে শিখুন মনে রাখবেন, হাসি দিয়ে দুনিয়া জয় করা যায়

নাম মনে রাখা শিখুন-
প্রথম পরিচয়ে যেকোনো মানুষেরই নাম মনে রাখুন নাম ভুলে যাওয়ার বাতিক আছে এমনটা কখনোই করবেন না অন্যের মন পেতে প্রথমেই তার নাম শুদ্ধ করে বলা উচ্চারণ করতে জানতে হবে

অন্যকে কথা বলতে দিন-
বলা হয় তিনি ভালো কথা বলেন যিনি অন্যকে কথা বলার সুযোগ দেন বেশি নিজে বলার চেয়ে অন্যকে তার গল্প বলতে উৎসাহিত করুন কথা শোনার সময় আপনি যে কথা শুনছেন তা প্রকাশের জন্য প্রশ্ন করুন

চোখে চোখ রেখে কথা বলুন-
অনেকে আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি না যেকোনো মিটিং বা সামাজিক অনুষ্ঠানে যখনই কারও সঙ্গে কথা বলবেন চোখে চোখ রেখে তাকিয়ে কথা বলতে শিখুন আবার বিরক্তি তৈরি হয় এমনভাবে তাকাবেন না আপনার তাকানোর মধ্য দিয়ে যেন আপনার আন্তরিকতা কৌতূহলী থাকে তা প্রকাশ পায়


সূত্রঃ  কোরা ডট কম/ দৈনিক প্রথম আলো

ছবিঃ সংগৃহীত