ব্রা নির্বাচনে  ১০টি ভুল

ব্রা নির্বাচনে ১০টি ভুল

নারীরা তাদের শরীরকে আরো আকর্ষণীয় দেখাতে যে ব্রা ব্যবহার করেন, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত এর আকার, রং, ডিজাইন সব কিছুই বদলে যাচ্ছে স্তনযুগলকে স্বাস্থ্যসম্মত শেপে রাখতে উপযুক্ত ব্রা  ব্যবহার করা উচিৎ অন্তর্বাস বলে কখনই যেন অবহেলা করে কম দামের বা অপরিচ্ছন্ন ব্রা  ব্যবহার করবেন না

পছন্দের দিক দিয়ে ভিন্নতা থাকলেও বিশ্বের প্রায় প্রতিটি নারী ব্রা  নির্বাচনে সময় বেশ কিছু ভুল করেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্রা  নির্বাচনে ১০টি সাধারণ ভুল...

১. সস্তা ব্রা -

অনলাইনে অফার দেখে ব্রা  কেনা অনেকটা বাজার থেকে সস্তা দামে কেনার মতোই বোঝায়। সস্তা ব্রা   ভালোমানের ব্রা’য়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মানসম্পন্ন ব্রা গুলো পরতে যেমন আরামদায়ক, তেমনি ধোঁয়ার পরেও এর গুণগত মান আগের মতোই থাকে। তবে সস্তা ব্রা গুলো এক ধোঁয়াতেই মলিন হয়ে যায়

২. ব্রার সাইজ বদল-

নারীরা তাদের স্বাস্থ্য অনুযায়ী নির্দিষ্ট সাইজের ব্রা  নির্বাচনে সব থেকে বেশি ভুল করেন। শরীরের ব্রা  যদি ঠিকমতো না বসে তাহলে বুঝতে হবে আপনার নির্বাচনে ত্রুটি আছে। প্রত্যেক নারীর শরীরে ওজন বেড়ে যাওয়া, ওজন হ্রাস পাওয়া, গর্ভাবস্থা হরমোজনিত কারণে বেশ পরিবর্তন দেখা দেয়। তাই ব্রা সাইজে পরিবর্তন আসাটাই স্বাভাবিক। তাই সব সময় ব্রা  নির্বাচনে সতর্ক থাকা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা

৩. ব্রা এর পুনরাবৃত্তি-

অনেক নারী মনে করেন, একটি ব্রা  টানা দুদিন পড়ে থাকলে তা প্রসারিত হবে। ধারণাটি আসলেই ভুল। ইলাস্টিকের স্ফীত হওয়াতে শরীরের তেমন কোন পরিবর্তন আসবে না। তবে এটি খুবই অস্বাস্থ্যকর শরীরের জন্য

৪. ওয়াশিং মেশিনে ধোঁয়া-

অনেকেই ব্রা  ওয়াশিং মেশিনে পরিষ্কার করেন। তবে ব্রা  হাতে ধোঁয়া সব থেকে নিরাপদ বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে যদি একান্তই ওয়াশিং মেশিন ব্যবহার করতে হয়, তবে একটি ব্যাগে ব্রা  রেখে তারপর তা ধোঁয়া যেতে পারে

৫. সাইজে সমস্যা-

অনেকেই হয়তো জানেন না, বাজারের ব্রা এর ব্র্যান্ডের সঙ্গে এর সাইজেও পরিবর্তন হয়। তাই আজ এক ব্র্যান্ডের পড়লেন এবং আগামী দিন একই সাইজের তবে অন্য ব্র্যান্ডের ব্রা  কিনে আনলেন তা ঠিক নয়

৬. মেয়াদোত্তীর্ণ ব্রা -

একটি ব্রা এর সময়সীমা থেকে মাস। তবে অনেকেই যদি ব্রা  টানা একবছর পড়েন তাহলে তা আসলেই সীমার বাইরে চলে যায়। ব্রা অকেজো হওয়ার আগে হুক ভেঙ্গে যায় এমনকি ফোমের তার বাঁকা হয়ে যায়।

৭. যত্রতত্র রেখে দেওয়া-

ব্রা  আলাদা করে সংরক্ষণ করুন। কাপড় যেভাবে যত্নসহকারে রাখা হয় ঠিক তেমন করেই ব্রা  সংরক্ষণেও যত্নবান হওয়া প্রয়োজন। অনেকেই ব্যবহারের পর ব্রা  হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন। অনেকেই আবার কাপড়ের সঙ্গে রেখে দেন। এতে ফোমের ব্রা এর সাইজে পরিবর্তন আসাটা স্বাভাবিক। তাই ব্রা  সংরক্ষণে আলাদা ড্রয়ার ব্যবহার করা একান্ত জরুরি।

৮. সাদা ব্রা  পরিধান-

অনেকেই মনে করেন, সাদা রঙের ব্রা  যেকোন কাপড়ের নিচে পরা সম্ভব। বেশিরভাগ নারী অন্যান্য রঙের তুলনায় সাদা রঙের ব্রা  নির্বাচনকেই বেশি প্রাধান্য দেন। গবেষণায় দেখা গেছে, ব্রা এর রঙের পরিবর্তনের সঙ্গে মেজাজেও পরিবর্তন ঘটে। লাল রঙের ব্রা  মন-মেজাজ ভালো রাখে বলে এক গবেষণায় পাওয়া গেছে। তাই কেবল এক রঙের কাপড় ব্যবহার না করে বিভিন্ন রঙের ব্রা পরিধানের চেষ্টা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

৯. লুজ ফিটিং ব্রা -

অনেকেই লুজ ফিটিং ব্রা  পড়তে পছন্দ করেন। তবে ঢিলেঢালা কাপড় শরীরের জন্য আরামদায়ক হলেও ব্রা  লুজ পড়া ঠিক নয়। এতে ত্বকে ব্যথা অনুভূত হয়। এমনকি স্তনের আকৃতিতেও পরিবর্তন দেখা দেয়। তাই সময় থাকতেই ব্রা  টাইট করে নিন

১০. যথেষ্ট পরীক্ষা না করা-

একই ধরনের ব্রা  পড়তে অভ্যস্ত অনেকেই। নিয়মিত একই ধরনের ব্রা ব্যবহার করা শরীরের জন্য ক্ষতিকর। বাজারে ভিন্ন ভিন্ন আউটফিটের ব্রা  পাওয়া যায়। চাইলেই পছন্দের ড্রেসের সঙ্গে মিলিয়ে ট্রাই করতে পারেন

 

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ছবিঃ সংগৃহীত