হিল্লোলের স্টাইল কথন

হিল্লোলের স্টাইল কথন

জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোল প্রিয় পোশাকের তালিকায় রয়েছে টি-শার্ট, জিন্স খেতে ভালোবাসেন ঝাল জাতীয় খাবার ভালোবাসেন ঘুরে বেড়াতে মুগ্ধ হন আকাশের ঘন নীলে আজকের তারার স্টাইলে হিল্লোল জানিয়েছেন তার পছন্দ-অপছন্দের নানা কথা সাক্ষাৎকার নিয়েছেন রওনক বিথী

ক্যাজুয়াল পোশাক পছন্দ-

হিল্লোলের প্রিয় পোশাকের তালিকায় রয়েছে টি-শার্ট জিন্স। টি-শার্ট, জিন্স ছাড়াও প্রায় সব ধরনের ক্যাজুয়াল পোশাক তার পছন্দ বলে জানান হিল্লোল। তিনি বলেন, ‘ক্যাজুয়াল পোশাক তো আরামের পোশাক। আর পোশাকের ক্ষেত্রে আরামটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্যাজুয়াল টি-শার্ট, জিন্স আমার খুব পছন্দের পোশাক। ব্যস্ততা কিংবা ঘোরাফেরায় টি-শার্ট, জিন্সটাই বেছে নিই। তবে সব জায়গায় তো আর টি-শার্ট, জিন্স পরা যায় না। সে জায়গাগুলোয় যেমন কোনো বিয়ের অনুষ্ঠান, নানারকম দাওয়াত এসব জায়গায় পাঞ্জাবি পরি। সুতি, সিনথেটিক সব ধরনের পাঞ্জাবি পরা হয়। আর ফরমাল অনুষ্ঠানে ফরমাল স্যুট পরি। অবশ্য পুরোপুরি স্যুট-টাই পরি না। দেখা যায় কোটের কাপড় দিয়ে নিজের পছন্দমতো জ্যাকেট, সেমি ব্লেজার বানিয়ে রাখি, সেগুলো পরি। রঙের ক্ষেত্রে হালকা রঙ পছন্দ। হালকা নীল, আকাশি ধরনের রঙগুলো ভালো লাগে। আকাশের ঘন নীল আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।

স্বাদে ঝাল-

হিল্লোলের প্রিয় খাবারের তালিকায় রয়েছে নানারকম ঝাল খাবার। তার প্রিয় খাবারের তালিকায় রয়েছে বিরিয়ানি, ফ্রাইড রাইস। তিনি বলেন, ‘আমার প্রিয় খাবারের তালিকা বেশ লম্বা। তবে খাবার যেটাই হোক না কেন, তা অবশ্যই ঝাল হতে হবে। কারণ ঝাল খাবার আমার কাছে সবচেয়ে স্বাদের। অনেক ধরনের ঝাল খাবার পছন্দ। এর মধ্যে বিরিয়ানি, ফ্রাইড রাইস খেতে খুব পছন্দ করি। ভালো লাগলেও এসব খাবার তো আর প্রতিবেলায় খাওয়া যায় না। তাই ফিট থাকতে বিশেষ দিনগুলোতেই শুধু ধরনের খাবার খেতে চেষ্টা করি। রোজকার খাবারে পাতলা করে রান্না করা মাছের ঝোল বেশ তৃপ্তি নিয়ে খাই।

প্রিয় অনুষঙ্গ, প্রিয় ফ্যাশন-

হিল্লোলের প্রিয় অনুষঙ্গের তালিকায় রয়েছে হাতঘড়ি চশমা। হাতঘড়ির ক্ষেত্রে হিল্লোলের পছন্দের বেশ কিছু ব্র্যান্ড রয়েছে। বর্তমানে ব্যবহার করছেন আরমানি রাডো ব্র্যান্ডের ঘড়ি। চশমার ক্ষেত্রে অবশ্য হিল্লোলের কাছে ব্র্যান্ড তেমন গুরুত্বপূর্ণ নয়, ক্ষেত্রে তিনি মুখের শেপের সঙ্গে চশমাটা মানাচ্ছে কিনা, বিষয়টিকে বেশি গুরুত্ব দেন। শুধু ফ্যাশনেবল পোশাক পরলেই ফ্যাশন বজায় থাকে হিল্লোল তা মনে করেন না। ফ্যাশনে আরামটাও জরুরি বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘ফ্যাশনের সঙ্গে আরামটাও জরুরি। আমি কষ্ট করে ফ্যাশন করতে রাজি না। পোশাকটা আমাকে মানাচ্ছে কিনা এবং আমি পরে আরাম পাচ্ছি কিনা সেটা বুঝে পোশাক নির্বাচন করতে হবে। এরপর অবশ্যই তা সময় উপযোগী কিনা, তা ভাবতে হবে।

অবসর উদযাপন-

অবসরটা তো আর সব সময় পাই না। একবেলা-আধবেলা অবসর জুটলেও টানা কয়েক দিনের অবসর সাধারণ ঈদ ছাড়া খুব কমই পাই। ধরনের অবসরগুলো তাই আমার কাছে উৎসব উদযাপনের মতো আনন্দের। ছোটখাটো অবসরগুলো বাসায় কাটালেও কয়েক দিনের অবসর পেলে আমি সাধারণ ঘুরতেই বেশি পছন্দ করি। ঘোরার জন্য থাইল্যান্ড আমার খুব পছন্দ। অনেকবার গেছি। আর যতবারই যাই, ততবারই ভালো লাগে

 

সূত্রঃ দৈনিক আমাদের সময়

ছবিঃ সংগৃহীত