বইয়ের যত্ন নিন

বইয়ের যত্ন নিন

বইয়ের ঘর সুন্দর ও পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিলেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপারসন গুলসান নাসরিন চৌধুরী

 

বিষয় অনুযায়ী শেলফ : শেলফে বিষয় অনুযায়ী বই রাখতে হবে। তাহলে খুব সহজে বই খুঁজে পাওয়া সম্ভব। তা না হলে একটি বই খুঁজতে সব বই ঘাঁটাঘাঁটি করতে হয়, যাতে বই নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে।

সহজে খুঁজে পেতে ট্যাগ ব্যবহার : বই সহজে খুঁজে পেতে ট্যাগ ব্যবহার করুন। বিষয় অনুযায়ী আলমারিতে ট্যাগ বা লেবেল লাগালে দরকারের সময় সহজে খুঁজে পাবেন।

ধুলা পরিষ্কার : বইয়ের র্যাক নিয়মিত পরিষ্কার রাখুন। ধুলাবালিতে বই নষ্ট হয়। অনেক সময় ফাংগাসও পড়ে।

 

 

পোকামাকড় থেকে রক্ষা : বই রাখার জায়গায় পোকামাকড় আক্রমণের আশঙ্কা বেশি। সে জন্য ন্যাপথালিন ও সিলিকা জেলের ব্যাগ শেলফে রাখুন। খেয়াল রাখতে হবে, ঘরে ইঁদুর আছে কি না। ঘরে ইঁদুর ধরার ওষুধ দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন। বছরে অন্তত দুবার সব বই বের করে খোলা জায়গায় রাখুন। পুরো আলমারি ভালো করে পরিষ্কার করুন।

বুকশেলফের কাঠের যত্ন : পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচানোর জন্য শেলফের কাঠের যত্ন নিতে হবে। নিয়মিত মেডিসিন দিন।

শেলফের মাপ সঠিক হতে হবে:  শেলফের মাপের সঙ্গে বইয়ের মাপ মিলিয়ে রাখতে হবে। অনেক সময় শেলফের প্রতিটি তাক একই মাপের হয়। কিন্তু প্রতিটি বইয়ের মাপ সমান নাও হতে পারে। সে ক্ষেত্রে ঠাসাঠাসি করে বই রাখলে দেখতে যেমন খারাপ লাগে, তেমনি বইয়ের ক্ষতিও হয়।

 

 

যেভাবে বই নিতে হবে : শেলফ থেকে বই নেওয়ার সময় পুরো স্পাইনটা ধরে বই বের করুন। যে বইটা প্রয়োজন, মাঝখান থেকে শুধু সেটা ধরেই টানবেন না। শেলফে বই কাত করে নয়, সোজাভাবে রাখুন।

বইয়ের ঘর যেমন হওয়া উচিত : বই এমন ঘরে রাখতে হবে, যেখানে আলো-বাতাস খুব সহজে প্রবেশ করতে পারে। স্যাঁতসেঁতে ঘরে বইয়ে ড্যাম্প ধরতে পারে। খুব সহজে ধুলাবালি পরিষ্কার করা যাবে—ঘরটা এমন হতে হবে।এ ক্ষেত্রে বৃষ্টির পানির দিকেও খেয়াল রাখতে হবে, যাতে ভিজে না যায়। আবার এটাও খেয়াল রাখতে হবে, যেন বইয়ে সরাসরি রোদ না পড়ে। রোদে বইয়ের পাতা নষ্ট হয়ে যায়।

বুকশেলফের স্থান : সংকীর্ণ জায়গায় বুকশেলফ তৈরি করবেন না। রুমের এমন জায়গায় বুকশেলফ তৈরি করুন, যেখানে খুব সহজেই শেলফটি নড়াচড়া করাতে পারেন।

তাপমাত্রার দিকে খেয়াল রাখুন : তাপমাত্রা ঠিক রাখতে কাঠের তাকে বই রাখুন। তবে কাঠের তাকের ওপর যেন ওয়াটারপ্রুফ পলিশ বা কোটিং থাকে সেটা খেয়াল রাখুন। ফিনিশিং লেয়ার নষ্ট হলে স্টিলের তাকে মরচে ধরতে পারে।

ভারী বই : ভারী বই শেলফে আড়াআড়িভাবে রাখুন। ভারী বইগুলো শেলফের নিচের দিকে রাখার চেষ্টা করুন এবং খেয়াল রাখুন, যেখানে রাখছেন সেই জায়গাটুকু মজবুত কি না।

বই পড়া বাকি থাকলে : অনেকে বইয়ের পাতায় স্টিলের ক্লিপ লাগিয়ে থাকে, এতে মরচে ধরে পাতা নষ্ট হয়ে যায়। বুকমার্ক হিসেবে আলাদা কাগজ ব্যবহার করতে পারেন। পড়তে পড়তে বই উল্টে রাখাও ঠিক নয়। ভাঁজ করেও বই পড়া উচিত নয়। এতে বইয়ের বাইন্ডিং ছিঁড়ে যেতে পারে।

বই কোথাও পাঠাতে হলে : অনেক বই একসঙ্গে কোথাও পাঠাতে হলে দড়ি দিয়ে বেঁধে পাঠাবেন না। এতে বইয়ের কাগজ  নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। বক্সে ভরে পাঠান। 

 

সূত্রঃ দৈনিক কালের কন্ঠ