পুরুষরাও করতে পারেন ওয়াক্স

পুরুষরাও করতে পারেন ওয়াক্স

ছেলেরা বর্তমানে অনেক বেশি সৌন্দর্য সচেতন। তারা এখন শুধুমাত্র জিমে গিয়ে বডি বিল্ডিংই নয়, সেই সিক্স প্যাক বডিকে অবাঞ্ছিত রোমমুক্ত রাখার ব্যাপারেও দারুণ উৎসাহী। ২০১৭ সালের একটি পরিসংখ্যানে দেখা যায়, গত দুই বছরে আগের চেয়ে ৬৭ শতাংশ বেশি পুরুষ তাদের শরীরের অবাঞ্ছিত লোম সরাতে বিভিন্ন উপায় বেছে নিচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে বডি ওয়াক্স এদের মধ্যে ভালো সমাধান।  

 

ওয়াক্সের উপকারিতা-

০. ওয়াক্স রোমকূপের গোড়া থেকে রোম উপড়ে টেনে নিয়ে আসে।

০. পরবর্তীতে এই রোম মোটা, শক্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে না।

০. ত্বকের ট্যানও দূর হয় এবং ত্বকের মৃতকোষও উঠে আসে।

০. এতে ত্বক আগের চেয়ে অনেক বেশি কোমল, মসৃণ হয়ে ওঠে।

০.  ওয়াক্স-এর ফলে শরীরের ত্বক দীর্ঘদিন লোমমুক্ত থাকে।

০.  এটি শুধু বডিকে আকর্ষণীয় করে তোলে না বরং ঘাম থেকে সৃষ্ট দুর্গন্ধও দূর করে।

 

ওয়াক্স-এর ধরন-

বিউটি স্যালনগুলো নানা ধরনের ওয়াক্স সেবা দিয়ে থাকে। এগুলোর মধ্যে হট ওয়াক্স, কোল্ড ওয়াক্স, স্প্রে ওয়াক্স, জেল ওয়াক্স, স্টিকার ওয়াক্স ইত্যাদি বেশ জনপ্রিয়। প্রতিটি ওয়াক্স আবার ভিন্ন ভিন্ন গুণাবলি আর সুবিধা রয়েছে। বিভিন্ন ওয়াক্সের ব্যবহার পদ্ধতিও ভিন্ন। তবে অনেক পুরুষ এখনো পুরনো হট ওয়াক্স পদ্ধতি অবলম্বন করে থাকেন। এসব ছাড়া বাড়িতে বসেও ঘরোয়া টোটকার মাধ্যমে ত্বকের রোম দূর করতে পারেন সহজেই। চিনি বা মধুর সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ওয়াক্স করা যায়। তবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।

 

ওয়াক্স-এর অপকারিতা-

০. ঘন ঘন ওয়াক্সিং করালে ত্বক স্পর্শকাতর হয়ে উঠতে পারে।

০. ত্বক পাতলা হলে ওয়াক্স করানোর ফলে ত্বক ফেটে রক্তপাত হতে পারে।

০. পরবর্তীতে র‌্যাশ বা অ্যালার্জির সমস্যা এবং চামড়া ঝুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে।

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন

ছবিঃ সংগৃহীত