ছেলেদের জন্য ফরমাল লুক

ছেলেদের জন্য ফরমাল লুক

বিংশ শতাব্দীর গোড়ার সময়। অফিসে সে সময় কাজটাই ছিল মুখ্য। পোশাক-পরিচ্ছদ বলতে ছিল ঢিলেঢালা শার্ট আর আন ম্যাচ প্যান্ট। সে সময়কে পেছনে ফেলে মানুষ পা দিল আধুনিকতায়। করপোরেট যুগে তখন দেখা দিল বসনভূষণের বিপ্লব। সেই থেকে অফিস পোশাকআশাকে যোগ হলো স্মার্টনেস। কেননা, আমাদের দেশে এখনো সবচেয়ে করপোরেট লেভেলে সবচেয়ে বেশি মানা হয় ড্রেস কোড। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে অফিসের বড় কর্মকর্তা হওয়া পর্যন্ত সবকিছুতেই চাই মানানসই ফরমাল লুক। সেমি ফরমাল কিংবা ফুল ফরমাল যাই হোক, অফিশিয়াল মিটিং এবং পার্টি ফাংশনাল ড্রেস হিসেবে ফরমাল বেশ জনপ্রিয়। 

 

অফিসের ফরমাল পোশাকটি অবশ্যই রংচঙে হবে না। সব সময় মার্জিত রঙের পোশাক বাছাই করা উচিত। সে ধারা বজায় রেখে অফিসের ফরমাল কালেকশনে রঙিন পোশাক রেখেছি ঠিকই কিন্তু তা পুরোপুরি রংচঙে নয়। কিন্তু অনেকে পুরোপুরি ফরমাল পোশাক পরতে নারাজ। তারা পার্টি এবং ফাংশনাল লুক আসে এমন ফরমাল পোশাক পরতে চান। এতে অফিসও সারা হচ্ছে, ফ্যাশনেও আসছে নতুনত্ব।

 

 

বিজনেস ফরমাল-

সাধারণত ফরমাল বলতে আমরা যা বুঝি সেটাই বিজনেস ফরমাল। যার আরেক নাম অফিশিয়াল ওয়্যার। আসলে একটি সম্পূর্ণ ব্লেজার সেট বা স্যুট থাকতে হবে। এ ধরনের পোশাকে বেশি চড়া রং না পরে নরম কোনো রং বেছে নেওয়া উচিত। সাদা, হালকা নীল, ক্রিম ইত্যাদি রঙের ফুলহাতা শার্ট পরতে পারেন। হালকা স্ট্রাইপ দেওয়া শার্টও মানানসই। শার্টের সঙ্গে টাই। প্যান্ট হতে পারে কালো, অ্যাশ, লাইট ব্লু, অফ হোয়াইট এবং ক্রিম। প্যান্ট এবং বেল্টটিও হতে হবে ফরমাল। সাধারণ ডায়ালের বেল্ট বা চেইন ঘড়ি থাকতে পারে হাতে। অক্সফোর্ড জুতা বেশি মানানসই হলেও একটু ফ্যাশনেবল সবাই চায়। তবে তাও যেন খুব বেশি রংচটা না হয় সেদিকটাও খেয়াল রাখা উচিত। ঋতুভেদে স্যুট বাদ রেখে শার্ট-প্যান্ট এবং টাই পরতে পারেন।

 

সেমি ফরমাল-

অনেকে অফিশিয়াল কাম পার্টি লুক হিসেবে এ ধরনের পোশাক ব্যবহার করেন। বর্তমান তরুণদের এ ধরনের পোশাকই বেশি নজর কাড়ছে। এক পোশাকে দুই ধরনের ব্যবহার হওয়ায় অফিশিয়াল কিংবা পার্টি ফাংশনাল লুক পেতে সবাই সেমি ফরমাল বেছে নেন। সেমি ফরমালের কোটে সামনের অংশে কিছুটা সিল্কের কাপড় ব্যবহার করা হয়। প্যান্টের দুই পাশে একই রঙের স্ট্রাইপ থাকতে পারে। কোমরে বেল্ট আর টাই পরা হয়। পায়ে প্যাটেন্ট লেদারের অক্সফাম, অপেরা পামসু যাই পরা হোক না কেন, সেটা হতে হবে চকচকে।

 

ফরমাল পোশাক আয়রন ছাড়া একেবারেই বেমানান। এ ছাড়া কোন শার্টের সঙ্গে কোন প্যান্ট বা জুতাটা কেমন পরছেন, সেটাও মাথায় রাখতে হবে। ফরমালকে রঙিন করে তুলতে বেছে নিন মানানসই এক্সেসরিজ। ফ্যাশন দুনিয়ায় গড়ে উঠেছে হাজারো ফরমাল ফ্যাশন ব্র্যান্ড। পাশাপাশি ফরমাল খুঁজতে অধিকাংশ মানুষকেই তাই যেতে হয় দর্জির কাছে। রাজধানী ঢাকার কিছু ফরমাল ব্র্যান্ড শপে পাবেন এসব ফরমাল পোশাক। এদের মধ্যে আছে ক্যাটস আই, মেনজ ক্লাব, ইনফিনিটি, ইজি। আর ফরমাল ড্রেস বানানোতে সেরা টেইলরের মধ্যে আছে মকবুলস, টপটেন, সানমুন, গোল্ডস্টার ইত্যাদি।

 

 

 

সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন