অ্যালোভেরা জেল মুখে কিভাবে লাগাবেন

অ্যালোভেরা জেল মুখে কিভাবে লাগাবেন

অ্যালোভেরার প্রাকৃতিক নারিশিং উপাদান এবং হিলিং পাওয়ারের জন্য এটি সৌন্দর্য চর্চার জগতে বেশ জনপ্রিয় একটি নাম। সৌন্দর্য চর্চা এবং স্বাস্থ্যগুনের কারনে অনেকে বাসার টবেই অ্যালোভেরা লাগান যেন ফ্রেশ অ্যালোভের জ্যুস সংগ্রহ করতে পারেন সহজেই। অ্যালোভেরা জেল কে আপনি বিভিন্ন ভাবে ত্বকে ব্যবহার করতে পারেন, তার কয়েকটি এখানে উল্লেখ করছি।

 

১. মাস্ক হিসেবে-

অ্যালোভেরা মাস্ক ত্বকের ব্রনের দাগ সারাতে, ত্বকে ময়েশ্চারাইজার যোগাতে, এবং ত্বকের ড্যামেজ রিপেয়ার করতে বেশ সাহায্য করে। এই জেলটি সব ধরনের ত্বকেই কাজ করে। শুধুমাত্র মাস্ক হিসেবে যদি এটি ব্যবহার করেন তবে এটি ত্বক নারিশ করবে, ত্বকের উজ্জ্বলতা আনবে। মুখ পরিস্কার করে, কিছুটা অ্যালেভেরা জেল নিয়ে ভারী লেয়ার করে মুখে লাগিয়ে ২০ মিনিট পর্যন্ত ত্বককে শুষে নিতে সময় দিন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

 

২. ব্রন এবং ব্রনের দাগ সারাতে-

এর মধ্যে থাকা হিলিং উপাদান ত্বকের ব্রনের জন্য বেশ কার্যকরী। এছাড়া এটি ত্বকের জন্য স্পট ট্রিটমেন্ট হিসেবেও ব্যবহার করতে পারেন। ঘুমাতে যাওযার আগে ব্রনের উপর অল্প করে অ্যালোভেরা জেল লাগান, সেই সাথে ব্রনের দাগের উপরেও কিছুটা জেল ম্যাসেজ করুন। এভাবে ঘুমাতে যান। সকালে উঠে দেখবেন ব্রনের ফোলা ভাব কমে গেছে। আর কয়েকদিনের ব্যবহারে ব্রনের দাগও চলে যাবে।

 

 

৩. ত্বকের জ্বালাপোড়া কমাতে-

অনেক আগে থেকেই ত্বকের জ্বালাপোড়া কমাতে অ্যালোভেরা জেল ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন কারনেই ত্বকে জ্বালাপোড়া হতে পারে, যেমন অ্যালার্জির কারনে যদি আপনার ত্বকে যন্ত্রনা হয়, অ্যালোভেরা জেল ব্যবহার করলে যে জ্বালাপোড়া কমাতে পারবেন। খুব সহজেই এটা করতে পারেন, লাগানোর আগে কিছুক্ষন অ্যালোভেরা জেল ফ্রিজে রেখে দিন, তারপর যেখানে যন্ত্রনা হচ্ছে সে ত্বকের উপর জেল লাগান।

 

৪. সানবার্ন বা রোদেপোড়া ভাব কমাতে-

আমাদের দেশে গরমের সময় বাতাসে যেমন আর্দ্রতা থাকে তেমনি রোদের তীব্রতায় ত্বক পুড়ে যায়। বাইরে বেরোনো বন্ধ করা যাবে না কিন্তু ত্বককে তো রক্ষা করতে হবে। তাই রোদ থেকে ফিরে মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এই সময় কোন ধরনের ম্যাসেজ করবেন না বা ঘষবেন না। শুধুমাত্র ত্বকে লাগিয়ে রেখে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন, সানবার্ন কমে যাবে।

 

৫. বন্ধ হয়ে লোমকূপ এক্সফ্লোয়েট করতে-

বাজারের বিভিন্ন ফেশিয়াল স্ক্র্যাবে ক্ষতিকর কেমিক্যাল থাকার সুযোগ থাকে। তাই যতটুকু সম্ভব প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেয়া জরুরী। যেমন মুখ ধুয়ে মুছে নিয়ে অ্যালেভেরা জেল কে একটু ভারী করে ত্বকে লাগিয়ে নিন, তারপর ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার একটি পাতলা মসলিন কাপড় বা ভেজা কোন নরম সুতি কাপড় দিয়ে মুখে ম্যাসেজ করুন, এতে আপনার মুখের ডেড সেল উঠে আসবে ত্বক পরিস্কার হবে এবং ত্বকের ময়েশ্চারাইজিং হবে।

 

 

 

ছবিঃ সংগৃহীত