সাজগোজের বাজেট কম রাখবেন কিভাবে
নিজেকে সুন্দর দেখাতে সাজবেন, কিন্তু বাধা হবে বাজেট! এমনটি হয়তো কারোরই কাম্য নয়। আবার ভালো মানের বিউটি পারলারের খরচ নেহায়েতই কম নয়। তাহলে উপায়? একটু বুদ্ধি খাটালেই কম বাজেটে মিলবে সব। পাঠকের জন্য রইল পরামর্শ।
বিকল্প পণ্য বেছে নিন-
চোখের সাজে মোহনীয় দেখাতে ভালো মানের আইলাইনার প্রয়োজন। কিন্তু খরচের অঙ্কটার দিকেও নজর দিতে হয়। অতএব জেল বা লিকুইড আইলাইনারের পরিবর্তে পেনসিল আইলাইনার বেছে নিতে পারেন। দামেও কম টেকেও বেশি। পারলারে গিয়ে মেনিকিউর-পেডিকিউর করাতে ওয়ালেটের দিকে খেয়াল রাখতে হয়। খরচের লাগাম টেনে ধরতে ঘরোয়া পদ্ধতিতে মেনিকিউর-পেডিকিউর করেই দেখুন না! একইভাবে ফেসিয়ালের মতো পারলারের খরচ বাঁচাতে ঘরোয়া টোটকা মেনে চলতে পারেন।
একের ভিতর দুই-
একাধিক কাজে ব্যবহার করা যায় এমন প্রোডাক্ট বেছে নিন। যেমন- কনসিলার প্রাইমারের কাজ করবে এমন ফাউন্ডেশন বেছে নিতে পারেন। এ ছাড়া লিপস্টিক ও লিপবামের কাজ করবে এমন লিপ কালার বেছে নিতে পারেন। প্রয়োজনটা তো সারবেই সঙ্গে খরচও কমবে অনেকাংশে।
পারলারের ওপর নির্ভরতা কমান-
পারলারের প্রয়োজনীয় কিছু কাজ নিজেই ঘরে সেরে নিতে পারেন। যেমন- ফেসিয়াল, মেনিকিউর- পেডিকিউর চুল ও ত্বকের সাধারণ ট্রিটমেন্ট। এতে পারলারের ওপর নির্ভরতা কমবে। তবে হ্যাঁ, মাস দুয়েক পরপর এক্সপার্টের পরামর্শ নিতে ভুলবেন না। ঘরোয়া টোটকা ব্যবহারে পারলারের এক্সপার্টরাই আপনাকে ভালো পরামর্শ দেবেন।
নিজের সাজ নিজে সাজুন-
আজকাল অনেকেই ইউটিউবে বুঁদ হয়ে থাকেন। এখানে হাতেখড়িতে বিউটি রেজিমের অনেক ট্রিটমেন্ট দেখানো হয়। এখান থেকেই শিখে নিতে পারেন বিউটি টিপস। চাইলে ভালো কোনো ইনস্টিটিউশন থেকে বিউটি রেজিমেন্টের ওপর কোর্স সেরে নিতে পারেন। ঘরে বসে নিজের সাজ নিজেই সাজতে পারবেন এবং খরচও বাঁচবে।
ডিসকাউন্টে কেনাকাটা করুন-
একটু কম দামে যদি একই জিনিস পাওয়া যায় তবে আর মন্দ কী! বিভিন্ন প্রসাধনী ব্র্যান্ড উপলক্ষভেদে ডিসকাউন্ট অফার দেয়। এই সুযোগটিকে লুফে নিতে পারেন।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন