বাঙালী পোশাকে স্লিম লাগার জন্যে ১৫টি টিপস

বাঙালী পোশাকে স্লিম লাগার জন্যে ১৫টি টিপস

সবাই চান নিজেকে স্লিম দেখাতে। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে খাওয়া নিয়ন্ত্রনের কিছুটা অসচেতন আমরা হয়েই যাই।তাই স্লিম দেখানোর জন্য কিছু টিপস এবং ট্রিকস মেনে চলতে পারেনঃ

 

১. আপনাকে সচেতন থাকতে হবে কোন পোশাকে আপনাকে পারফেক্ট ভাবে উপস্থাপন করতে পারবে।

২. যদি আপনার শরীরের উপরের অংশ ভারী হয়ে তাহলে, উপরের অংশে আটোসাটো হয়ে থাকে এমন পোশাক এড়িয়ে চলুন।

৩. বেশী ফ্রিল দেয়া অথবা ভারী কাজের কামিজ এবং লেহেঙ্গা এড়িয়ে চলুন।

৪. যদি আপনার শরীরের উপরের অংশ ভারী হয়, তাহলে নেকলাইনের কাছে ফ্রিল এড়িয়ে চলুন।

৫. যদি আপনার শরীরের নিচের অংশ ভারী হয়, তাহলে পোশাকের হিপের জায়গায় ভারী কাজ এড়িয়ে চলুন। পাতিওয়ালার পরিবর্তে চুড়িদার আপনার জন্য পারফেক্ট হবে।

৬.যদি আপনার হিপ ভারী হয়, তাহলে আপনার পোশাকের দৈর্ঘ্য যেন হিপের চেয়ে আরো নিচে হয়।

৭. আপনার কুর্তি নিচের দিকে অনেক ঘেরের পরিবর্তে ন্যারো লুকের কুর্তি বেছে নিবেন।

৮. এক রঙের পোশাকে আপনাকে বেশী লম্বা এবং কম মোটা মনে হবে।

৯. কিছুটা লুজ ফিটিং কুর্তি বেছে নিন নিজের জন্য, এতে আপনাকে স্লিম দেখাবে।

১০. প্রিন্টেড ড্রেস পড়তে চাইলে, বড় প্রিন্টের পরিবর্তে ছোট প্রিন্টের পোশাক বেছে নিন।

১১. যদি স্ট্রাইপের পোশাক পছন্দ করেন, তাহলে ভার্টিকাল বা আড়াআড়ি প্রিন্ট বেছে নিন।

১২. সফট সিল্ক এবং ক্রেপ শাড়ীতে আপনাকে স্লিম দেখাবে। ভারী সিল্ক এড়িয়ে চলুন।

১৩. সুক্ষ এম্ব্রয়ডারী এবং সিক্যুইনের কাজ করা শাড়ীতেও আপনাকে স্লিম মনে হবে।

১৪.  হেয়ার স্টাইলে খোপা করুন অথবা পনি টেইল যেটাই হোক একটু উচুঁতে করুন। কারন খোলা চুলের কারনে বুকের অংশটাও ভারী মনে হয়।

১৫. শাড়ীর সাথে বা কামিজের সাথে হিলের জুতা পড়বেন। হিল জুতায় লম্বা এবং স্লিম মনে হবে।

১৬. লম্বা কানের দুল এবং লকেট দেয়া লম্বা চেইন বা লম্বা ঝুলের গলার অলংকার বেছে নিন।এটা আপনাকে স্লিম লুক দিবে।

১৭. সঠিক মাপের এবং কাটের ব্লাউজ বেছে নিবেন শাড়ীর জন্যে। পিছনে হাই কাটের ব্লাউজ পরবেন না।

১৮. ভারী কোমর হলে, কোমরের বিছা বা এ ধরনের অলংকার এড়িয়ে চলুন।

 

 

 

 

ছবিঃ সংগৃহীত