বিউটি টিপস-৪

বিউটি টিপস-৪

কিছু বিউটি টিপস জেনে নিতে পারেনঃ

 

১. প্রতিদিন দুইবার সকালে এবং রাতে আপনার ত্বকে স্যুট করে এমন প্রোডাক্টস দিয় ত্বক ক্লিনিজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিং করুন।

২. ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার আগে ত্বক মেকআপ ফ্রি এটা আগে নিশ্চিত করুন, যেন রাতে আপনার ত্বক যখন আপনার ঘুমের সময় ভালোভাবে নিঃশ্বাস নিতে পারে।

৩. আপনার ফেস মাস্ক এবং ফেস স্ক্র্যাব ব্যবহার করার ১৫ মিনিট আগে ফ্রিজে রাখুন, তারপর ব্যবহার করুন, আপনি ইন্সট্যান্ট ফ্রেশ ত্বক পাবেন।

৪. মুখের ট্যান কমাতে, শসার রসের সাথে কয়েক ফোটা লেবুর রস মিশিয়ে তুলা দিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

৫. চোখের নিচের ডার্ক সার্কেল কমাতে, আলুর স্লাইস চোখের উপরে দিয়ে কিছুক্ষন রিল্যাক্স করুন।

৬. আলু গ্রেট করে, চিপে রস বের করে মুখে লাগান, ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। ইন্সট্যান্ট উজ্জ্বল ত্বক পাবেন।

৭. বাইরে যাওয়ার সময় সান প্রটেকশন ফ্যাক্টর নূন্যতম ৩০ ব্যবহার করুন।

৮. মাসে অন্তত একবার ফেশিয়াল করুন।

৯. মুখের ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সাবানের বদলে মাইল্ড ফেস ওয়াশ ব্যবহার করুন।

১০. কুসুম গরম পানির সাথে ওটমিল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মাস্কটি আপনার ত্বক টানটান করবে।

১১. কয়েকটি স্ট্রবেলি চটকে নিন, সেগুলো দাতে ঘষুন। নিয়মিত এর ব্যবহারে আপনি পাবেন মুক্তোর মতো ঝকঝকে দাত।

১২. গোসলের সাথে সাথে ত্বক মুছে নিয়ে বডি লোশন লাগান। এর ফলে আপনার ত্বকে ময়েশ্চারাইজার ঠিক মতো বজায় থাকবে।

১৩. আপনার ত্বক সপ্তাহে একবার এক্সফোলিয়েট করুন। এভাবে আপনি ত্বকের মরা কোষ ঝড়িয়ে ফেলতে পারবেন।

১৪. ঘুমাতে যাওয়ার আগে খাটি ঘি বা মাখন ঠোঁটে লাগান, সফট এবং গোলাপী হবে আপনার ঠোটঁ।

১৫. জাফরান, টকদই এবং বেসন মিশিয়ে ত্বকে লাগান, ত্বক উজ্জ্বল এবং টানটান হবে।

 

 

 

 

 

ছবিঃ সংগৃহীত