কিভাবে ফলস আইল্যাশ লাগাবেন !

কিভাবে ফলস আইল্যাশ লাগাবেন !

কখনো আপনার এমন হয়েছে, আয়নার সামনে দাড়িয়ে দীর্ঘ সময় ধরে চেষ্টা করছেন ফলস আইল্যাশ লাগানোর, এবং শেষ পর্যন্ত দেখলেন লাগানোর পর চোখের শেপ কেমন অদ্ভুত লাগছে।

 

আপনার এই চেষ্টাকে আরো সহজ করে তুলতে এবং সুন্দর ভাবে ফলস আইল্যাশ লাগানোর সহযোগিতা করতেই আজকের টিপসঃ

 

 

১. প্রথমেই আপনার চোখের শেপ অনুযায়ী আইল্যাশ কেটে নিন। যেন লাগানোর পর আপনার চোখের কোনায় ল্যাশ বের না হয়ে থাকে।

 

২. ল্যাশের দুপ্রান্ত ধরে ‘‘C” শেপ তৈরি করে কয়েক সেকেন্ড এভাবে ধরে রাখুন। এভাবে রাখলে ল্যাশ একটু কার্ভ হবে এবং চোখের শেপে লাগানোর পর কোনা থেকে উঠে আসতে চাইবে না। শুধুমাত্র এই কাজটুকুর কারনে আপনি সহজেই ফলস ল্যাশ এপ্লাই করতে পারবেন।

 

 

৩. আইল্যাশ লাগাতে ভালো কোয়ালিটির গ্লু ব্যবহার করুন। আপনার হাত যদি না কাপে তাহলে টিউব থেকে সরাসরি ল্যাশে লাগাতে পারেন। আর তা যদি না পারেন তাহলে আগে টিউব থেকে গ্লু বের করে  টুইজারের মাথা দিয়ে ছবিতে যেভাবে দেখানো আছে, সেইভাবে টুইজারের মাথা দিয়ে ল্যাশে গ্লু লাগিয়ে নিন। ল্যাশে গ্লু ভালোভাবে লাগাবেন যেন, চোখের পলক ফেলার সময় ল্যাশ আলগা হয়ে না যায়।

 

৪. গ্লু লাগানোর পর ১০ সেকেন্ড অপেক্ষা করুন, তারপর চোখে লাগান। এর ফলে ল্যাশ সহজেই লাগাতে পারবেন এবং লাগানোর সময় উঠে আসতে চাইবে না।

 

 

৫. আপনার ন্যাচারাল পাপড়ির ঠিক ওপর অর্থাৎ ল্যাশ লাইনে লাগানোর চেষ্ট করুন, এটা যেন আই লিড স্পর্শ না করে। চোখ খোলা রেখে আই ল্যাশ লাগাবেন, চোখ বন্ধ করে লাগালে ঠিকমতো লাগানো হবে না।

 

৬. আয়নার দিকে সোজা না তাকিয়ে, আয়না নিচে রাখুন এতে দৃষ্টি নিচের দিকে রাখতে পারবেন, তখন ফলস ল্যাশ লাগানোর জন্য আইলিডে যথেষ্ট স্পেস পাবেন।

 

৭. ল্যাশ লাগানো হয়ে গেলে, মাশকারা লাগিয়ে নিন, এতে ন্যাচারাল ল্যাশের সাথে ফলস ল্যাশ মিলিয়ে দিতে পারবেন।

 

 

৮. যদি অনেক চেষ্টায় লাগানোর পরও দেখেন আপনার ন্যাচারাল ল্যাশ এবং ফলস ল্যাশের মধ্যে গ্যাপ দেখা যাচ্ছে, তাহলে তুলে ফেলতে যাবেন না। ম্যাট ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ওই গ্যাপের মধ্যে লাইনারের মতো লাগিয়ে নিন, দেখবেন গ্যাপ বোঝা যাবে না।

 

 

টিপসঃ

চোখের বাকী মেকআপ তোলার আগে ফলস ল্যাশ তুলে নিবেন। অয়েলি কোন মেকআপ রিমুভারে কটন সোয়াব ভিজিয়ে সেটা দিয়ে ফলস লাইনে লাগিয়ে আগে গ্লু আলগা করে নিন। তারপর আঙুলের সাহায্যে আস্তে আস্তে তুলে নিন।

 

 

 

ছবিঃ সংগৃহীত