যে ৭টি জিনিস মুখের থেকে দূরে রাখবেন

যে ৭টি জিনিস মুখের থেকে দূরে রাখবেন

চুল পড়ে যাচ্ছে, ত্বক রূক্ষ হয়ে গেছে, মুখে ব্রন, রোদে ত্বক পুড়ে গেছে ইত্যাদি নানা কারনে ত্বক এবং চুলের ঘরোয়া যত্ন নেয়ার চেষ্টা করি আমরা, অনেক কিছুই আমাদের ত্বকের যত্নে কাজে লাগে। তবে মুখের ত্বক যেহেতু সংবেদনশীল, কিছু জিনিস আছে যেগুলোকে আমরা ত্বকের যত্ন নেয়ার জন্যে ব্যবহার করছি কিন্তু সেটা আমাদের আসলে ত্বকের ক্ষতি করছে, আমাদের সচেতনতার অভাবে। আজ আপনাদের এমন কিছু জিনিসের কথা জানাবো, যেগুলো মুখের ত্বক থেকে দূরে রাখা উচিত।

১. লেবুর রস-

ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ত্বক এবং চুলের যত্নে কার্যকরী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। যে কোন ফেসপ্যাকে কয়েক ফোটা লেবুর রস আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু নিয়মিত ব্যবহার করলে তা ত্বক রূক্ষ করে দিতে পারে। এছাড়া লেবুর রস ত্বকে ব্যবহার করার পর সূর্যালোক থেকে দূরে থাকবেন কারন লেবুর রস ব্যবহার করে রোদে যাওয়া ত্বকের জন্য ক্ষতিকর।

২. চিনি-

ঘরে তৈরি বিভিন্ন স্ক্র্যাবে শরীরের ত্বকের মৃত কোষ ঝরাতে চিনি অন্যতম একটি উপাদান হিসেবে ব্যবহার করা হয়, অনেকে চিনির স্ক্র্যাব মুখেও ব্যবহার করেন। কিন্তু আমাদের শরীরের ত্বক এবং মুখের ত্বক ভিন্ন। মুখের ত্বক অনেক বেশী সংবেদনশীল, তাই মুখে চিনি ব্যবহার থেকে বিরত থাকুন, এটা ত্বক রূক্ষ করে দিতে পারে।

৩. নেইল পলিশ-

অনেক নারীই ইন্টারনেটে মেকআপের বিভিন্ন আইডিয়া দেখে দেখে কোন পার্শ্বপ্রতিক্রিয়ার কথা না ভেবেই সেই টিপস অনুসরণ করতে থাকেন। ইউটিউব ভিডিও দেখে কিছু মেকআপ লুকে নেইল পলিশ ব্যবহার করা দেখে নিজেরাও বাসায় বসে সেটা চেষ্টা করেন যা একেবারেই অনুচিত। আপনি নিজেও জানেন নেইল পলিশ রিমুভার দিয়ে নখ থেকেই সহজে তোলা যায় না. আর সেটা যদি মুখে ব্যবহার করেন তারপর আবার তোলার চেষ্টা করেন। সেটা আপনার ত্বকের জন্যে কতটা ক্ষতি করে।

৪. টুথপেষ্ট-

ত্বকের ডার্ক স্পট এবং ব্রন রিমুভে অনেকে মুখে টুথপেষ্ট ব্যবহার করেন। মুখে টুথপেষ্ট ব্যবহার করা খুব বাজে আইডিয়া। টুথপেষ্টে আছে পারঅক্সাইড, পিপারমেন্ট এবং অন্যান্য উপাদান আপনার মুখের জন্যে বেশ ক্ষতিকর। আপনি টুথপেষ্টের বদলে টি ট্রি অয়েল ব্যবহার করুন, সেটা কাজে দিবে আবার ত্বকেরও ক্ষতি হবে না।

৫. হেয়ার স্প্রে-

আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু অনেকই মেকআপ সেটিং স্প্রে হিসেবে হেয়ার স্প্রে ব্যবহার করেন। এটা ত্বকে সরাসরি মুখের রোমকূপ দিয়ে প্রবেশ করে ত্বক ড্যামেজ করে, তাই ভুলেও এই কাজ করবেন না। আপনার ত্বকের সাথে মানানসই ভালো মানের মেকআপ সেটিং স্প্রে কিনে সেটা ব্যবহার করুন।

৬. অ্যালকোহল ত্বকে লাগানো-

অ্যালকোহলে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টিজ আছে বলে অনেকে মুখের ত্বকের ইনফেকশন রোধে বা ক্ষত সারাতে অ্যালকোহল সমৃদ্ধ প্রোডাক্ট মুখে ব্যবহার করেন, যা ঠিক নয়। এটা ত্বক শুস্ক এবং রূক্ষ করে দেয়।

৭. সাবান-

আমাদের ত্বকের মাইল্ড পিএইচ লেভেল ৭ এর নিচে, কিন্তু ত্বকে সাবানের নিয়মিত ব্যবহারে সাবানে থাকা আলকেলাইন ত্বকের পিএইচ লেভেল বাড়িয়ে দেয় যা ত্বকের অন্যে সমস্যা বাড়িয়ে তোলে, এছাড়া সাবানে থাকা অন্যান্য কেমিক্যাল ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে ত্বক রূক্ষ করে দেয়। তাই আপনার ত্বক তৈলাক্ত হলেও রূক্ষ সাবানের বদলে ভালো কোন ফেস ওয়াশ ব্যবহার করুন।

তাই আপনি যদি এর মধ্যে কোনটা আপনার ত্বকে ব্যবহার করেন সেটা থেকে বিরত থাকুন, আপনার মতামত এবং টিপস জানাতে লগ ইন করে কমেন্টস করুন।

 

ছবিঃ সংগৃহীত