হাওয়া বুঝে পোশাক

হাওয়া বুঝে পোশাক

হয় বৃষ্টি, নয়তো রোদেলা দিন এখন। হাওয়া বুঝে পোশাক নির্বাচন তাই জরুরি হয়ে পড়েছে। আর সেটা করা যাবে ফ্যাশনের চলতি ধারায় ভর করেই। কারণ, দেশি ফ্যাশন হাউস এখনো জমজমাট ‘সামার কালেকশনে।’ ঈদ সংগ্রহেও গরমের কথা মাথায় রেখে পোশাকের নকশা করছেন ডিজাইনাররা। শার্ট, টি-শার্ট, ট্যাংক টপ বা থ্রি-কোয়ার্টার প্যান্ট, যা-ই পরবেন, নিজের আরামকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিচ্ছেন ডিজাইনাররা।

ট্যাংক টপ পরেও ভিজতে পারেন পানিতে। বৃষ্টি হোক আর সুইমিং পুল আলাদা দেখাবে সেখানেও। পোশাক: প্লাস পয়েন্ট

ট্যাংক টপ পরেও ভিজতে পারেন পানিতে। বৃষ্টি হোক আর সুইমিং পুল আলাদা দেখাবে সেখানেও। পোশাক: প্লাস পয়েন্টঅনেকেই ঘরে ট্যাংক টপ বা টি-শার্টের সঙ্গে খাটো প্যান্ট পরতে পছন্দ করেন। অবসর বা ভ্রমণের সময়ও আরাম মিলবে এই পোশাকে। আবার ঘরের বাইরে কোনো কাজে বা অনুষ্ঠানে গেলে টি-শার্ট বা শার্ট বাছাই করার সময়ও আরামের কথা মাথায় রাখা জরুরি। তাই হালকা রঙের সুতি পোশাক বেছে নেওয়ার পরামর্শ ইনফিনিটি মেগা মলের পরিচালক নাঈমুল হক খানের। বেশ কয়েক বছর ধরে মেয়েদের পাশাপাশি ছেলেদের পোশাকেও ফুলেল নকশার ব্যবহার বেড়েছে। সে চল এবারও থাকবে বছরজুড়ে। বাইরে যাওয়ার আগে পোশাকের সঙ্গে মিল রেখে হ্যাট বা ক্যাপ পরতে পারেন। মুখের গড়ন বুঝে বেছে নিন রোদচশমা। ব্যস, গরম বা বৃষ্টি, আপনি থাকবেন ঝরঝরে।

ছেলেদের পোশাকে ফুল, পাখি, গাছপালা বা পাতার নকশা চলবে পুরো বছর। তারই একঝলক জিনসের প্যান্টের ওপর পরা টি-শার্টে। ছাইরঙা সুতি শার্টের সঙ্গে গ্যাবার্ডিন প্যান্ট। শার্টের বৈচিত্র্য বাড়িয়েছে দুই পকেট। পোশাক: ইনফিনিটি

ছেলেদের পোশাকে ফুল, পাখি, গাছপালা বা পাতার নকশা চলবে পুরো বছর। তারই একঝলক জিনসের প্যান্টের ওপর পরা টি-শার্টে। ছাইরঙা সুতি শার্টের সঙ্গে গ্যাবার্ডিন প্যান্ট। শার্টের বৈচিত্র্য বাড়িয়েছে দুই পকেট। পোশাক: ইনফিনিটিরিমি কটনের হালকা রঙের শার্ট আর মাথা ঢাকতে ক্যাপ, ক্যাজুয়াল অনুষ্ঠানে পরিপাটি থাকুন। শার্ট: রিচম্যান

রিমি কটনের হালকা রঙের শার্ট আর মাথা ঢাকতে ক্যাপ, ক্যাজুয়াল অনুষ্ঠানে পরিপাটি থাকুন। শার্ট: রিচম্যান

ফুলেল নকশার পাতলা শার্ট আর গ্যাবার্ডিন প্যান্টে গরমেও সতেজ দেখাবে। শার্ট ও প্যান্ট: প্লাস পয়েন্ট

ফুলেল নকশার পাতলা শার্ট আর গ্যাবার্ডিন প্যান্টে গরমেও সতেজ দেখাবে। শার্ট ও প্যান্ট: প্লাস পয়েন্ট

 

সূত্র: Daily prothom alo