প্রিন্টেড শার্টের ট্রেন্ড চলছে
দিন বদলে ভোল পাল্টায় ফ্যাশনও। ট্রেন্ড আসে ঘুরেফিরে একই কক্ষপথে। দেখতে এক দেখা গেলেও কিছুটা পরিবর্তন বদলে ফ্যাশনের ধারা। তাতেই ফ্যাশন বোদ্ধারা তৈরি করে নিত্য নতুন ডিজাইন। বর্তমানের তরুণ প্রজন্ম বেশ ফ্যাশন-সচেতন। হরহামেশাই তাদের ফ্যাশন নিয়ে চলে এক্সপেরিমেন্ট। ঈদ উৎসবে তার পূর্ণতা পায়। আর ঈদ উৎসবে পাঞ্জাবির পরের স্থানটি দখল করে আছে ট্রেন্ডি প্রিন্টেড শার্ট। সেই ষাট-সত্তর দশকের সিনেমাতে যেমনটি দেখা যেত।
এক সময় একরঙা শার্টের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আবাল-বৃদ্ধ সবাই রাজপথ দাবড়ে বেড়াত একরঙা শার্টে। সময়টা এখন আর নেই। সময় বদলে বর্তমানে চেক, প্রিন্টেড, স্ট্রাইপের শার্টের কদর বেড়েছে কয়েকগুণ। তবে আজ বলব প্রিন্টেড ট্রেন্ডের কথা। সেই ষাট-সত্তর দশকের সিনেমাতে নায়করা যেমনটি পরে পর্দা কাঁপিয়েছেন। সে সময় থেকে আজ অবধি প্রিন্টেড শার্টের কদর ব্যাপক। পার্থক্য কেবল সামান্যই। তখনকার শার্টগুলো ছিল ঢোলা আর কলারগুলোও ছিল বেশ চওড়া। আর এখন প্রায় স্লিম ফিটেড।
বেশ কয়েক দশক ধরে শার্টের একচেটিয়া আধিপত্য সবখানেই। তবে বিভিন্ন দশকে শার্টের ফিটিং এবং কাটিংয়ে এসেছে পরিবর্তন। এখন ফিটিং এবং অপেক্ষাকৃত ছোট কলারের শার্টই বেশি পচ্ছন্দ করেন হালের তরুণরা। ফ্যাশন বোদ্ধারাও বিভিন্ন সময়ে শার্টে যোগ করেছেন নানা ফিউশন। তারা ডিজাইনের এবং প্রিন্টে এনেছেন পরিবর্তনের চিহ্ন। ফ্যাশন ট্রেন্ডে স্ট্রাইপ, চেক এবং একরঙা শার্টের পাশাপাশি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে রঙ-বেরঙের প্রিন্টেড শার্ট। এক সময় হালকা ডিজাইনের এবং সিম্পল শার্ট গায়ে জড়ালেও তরুণদের স্বাদে এসেছে পরিবর্তন, তাই তাদের কথা মাথায় রেখে এখন বিভিন্ন ফ্যাশন হাউস বাজারে এনেছে রঙিন প্রিন্টের শার্ট।
ফ্যাশন হাউস ইজির কর্ণধার তৌহিদ চৌধুরী বলেন, ‘তরুণরা বরাবরই ফ্যাশন সচেতন। বিভিন্ন ওয়েবসাইট ঘুরে আর ওয়েস্টার্ন মুভি দেখে ওয়েস্টার্ন ফ্যাশনে অভ্যস্ত হয়ে উঠতে। চমকপ্রদ ট্রেন্ডি কালারের শার্ট ছাড়া যেন এখনকার উৎসবগুলোই মাটি। তাই ঈদ সামনে রেখে আমরা কটন ফেব্রিক্সের ওপর অনেক ধরনের প্রিন্টের শার্ট ক্রেতাদের জন্য এনেছি। বর্তমানে প্রিন্টের শার্টগুলো পার্টিতেও বেশ মানানসই। বিভিন্ন জ্যামিতিক নকশায় প্রিন্ট করা। এবারের কালেকশন শুধু রঙিনই নয়, বিভিন্ন রঙের এক অদ্ভুত মেলবন্ধন।’
হাল ফ্যাশনের কথা ভেবে প্রতিটি শার্টের নকশা এবং ডিজাইনে এসেছে পরিবর্তন। এসব শার্টে বৈচিত্র্যময় প্রিন্টের ব্যবহার আপনার লুকে আনবে ভিন্নতা। কিছু কিছু শার্ট ডিজাইন করা হচ্ছে দু’ধরনের প্রিন্ট ব্যবহার করে। যেমন বডির কাপড়ে প্রিন্ট এক তো হাতা দু’টোয় থাকছে আরেক। বডির কাপড়ে ফ্লোরাল বা জ্যামিতিক নকশা থাকলেও হাতায় থাকছে বলের নকশা। হাতা ও বডিতে কালার কন্ট্রাস করেও তৈরি করা হচ্ছে এসব নতুন নতুন ডিজাইন।
ক্যাজুয়াল লুকের জন্য বাজারে পাবেন অনেক মোটিফের শার্ট। সেখানে স্থান পাবে বড় প্রিন্টের শার্ট। অর্থাৎ প্রিন্টগুলো একটু রঙচঙা আর ভারি ডিজাইনের। ক্যাজুয়াল শার্টগুলো শুধু যে ছেলেদের জন্য তা না, ফ্যাশন সচেতন মেয়েরাও শার্টগুলো গায়ে জড়াতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আর এই ক্যাজুয়াল শার্টগুলো বেশিরভাগই ফুলহাতা। কেউ চাইলে পচ্ছন্দমতো হাফশার্টও খুঁজে পাবেন। আর এই ক্যাজুয়াল শার্টের প্রধান বৈশিষ্ট্য হলো ফোল্ডিং হাতা।
ক্যাজুয়াল শার্টের সঙ্গে চিনোস, জিন্স অথবা ফরমাল প্যান্ট, সব কিছুর সঙ্গেই বেশ মানিয়ে যায়।
ফরমাল প্রিন্টেড শার্টের ডিজাইনে পাওয়া যাবে বৈচিত্র্য। সেখানে হালকা রঙের শার্টের ওপর পাবেন ডট ডিজাইনের বিভিন্ন মোটিফ। বিভিন্ন রঙের সুতির শার্টের ওপর পাবেন বিভিন্ন ডট প্রিন্টের শার্ট। এ ছাড়া ডট প্রিন্টের পাশাপাশি পাবেন ছোট বল প্রিন্ট। সেটা হতে পারে কালো সাদা নীল অথবা বিভিন্ন ডটের মিশ্রণ। ডট প্রিন্ট ছাড়াও ফরমাল শার্টে থাকতে পারে বিভিন্ন ফ্লোরাল প্রিন্ট বা প্রাকৃতিক দৃশ্য বা অন্য কোনো সাইনের ছাপ থাকতে পারে।
কোথায় পাবেন-
প্লাস পয়েন্ট, ক্যাটস আই, মেনজ ক্লাব, ওয়েসটেক্স, এক্সট্যাসি, ট্রেন্ডস, রিচম্যান, ইজি, জেন্টেলপার্ক, ট্রেন্ডস, আর্টিস্টি, ব্যাঙ, সিলভার রেইন, সিল ইত্যাদি হাউসে মিলবে আপনার পছন্দের প্রিন্টেড কালেকশন। এ ছাড়া মেট্রো শপিং, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, পলওয়েল মার্কেট, ফরচুন প্লাজা, পুলিশ প্লাজা, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, বঙ্গবাজার ও আজিজ সুপার মার্কেটেও পাবেন এসব কালেকশন।
টিপসগুলো জেনে রাখুন-
- শার্ট বেশি ঢোলা এখন মানানসই নয়। আবার বেশি টাইট ফিটিংও পুরনো হয়ে গেছে। তাই শার্টটি ভালো ফিটিং রাখতে সবার আগে ঠিক রাখুন সোল্ডারের মাপ। সোল্ডার এবং আর্মহোলের সেলাই যেন বেশি নেমে না গিয়ে কাঁধের উপরিভাগের শেষ প্রান্তে থাকে।
- শার্টের টপ স্টিচ (উপরের যে সেলাইগুলো দেখা যায়। যেমন সাইডের সেলাই, কাঁধের সেলাই, প্লাকেটের সেলাই) যেন অবশ্যই আঁকাবাঁকা না হয়।
- বাটন ভালো মানের হওয়া চাই।
- শার্টের সঙ্গে মিল রেখে নিতে হবে প্যান্টের রঙ। শার্টে প্রিন্ট যদি কালোর মতো গাঢ় রঙের হয় তাহলে প্যান্ট অ্যাশ অথবা হালকা খাকির মতো নিন।