ফুলস্লিভ টি-শার্ট
প্রকৃতিতে বইছে হিমেল বাতাসের পরশ। আর এই হিম বাতাসই জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। এ সময় শীতের পুরোদস্তুর শীতের পোশাক পরিধান করাটা নেহায়েতই বোমাকি। কেননা, দিনের শেষে ঠান্ডা লাগলেও রোদ উঠলেই বেজায় গরম। এমন শীত-গরমের মাঝামাঝি সময়ে পোশাক নিয়ে খুব বেশি ভাবনার দরকার নেই। কারণ এমন বৈচিত্র্যময় আবহাওয়ায় ফুলস্লিভ টি-শার্টই আদর্শ। দেশীয় আবহে আনা যায় ওয়েস্টার্ন লুক। জিন্স কিংবা গ্যাবার্ডিন; দুয়ের সঙ্গে মানিয়ে যায় দারুণভাবে। হালকা শীতের এই আবহাওয়ায় কোনোরকম গরম কাপড় ছাড়াই দিব্যি ঘুরে বেড়াতে পারেন রাত কিংবা দিনে।
ফ্যাশনে ফুলস্লিভ টি-শার্ট এখন বেশ ট্রেন্ডি। এক সময় তরুণরা টি-শার্ট ব্যবহারে এগিয়ে থাকলেও এখন সময় পাল্টেছে। পুরুষদের পাশাপাশি এখন অনেক নারীও টি-শার্ট ব্যবহার করছে স্বাচ্ছন্দ্যে। তাই এ সময়ে ফুলস্লিভ টি-শার্ট পুরুষ-নারী সবাই সমান তালে পরছেন। স্টাইলিশ এসব ফুলস্লিভ টি-শার্টগুলো হালকা বা ভারি; পুরো শীত মৌসুমেই আনে স্টাইলিশ লুকস।
ভাবছেন কীভাবে? একটু মাথা খাটিয়ে জড়িয়ে নিন স্যুট-ব্লেজার কিংবা জ্যাকেট। দেখুন তো! আপনার আদল পরিবর্তিত হয়েছে কি না। এক সময় ওয়েস্টার্ন ধাঁচের ফুলস্লিভ পোশাকগুলোকে ক্যাজুয়াল ট্রেন্ড হিসেবেই মনে করা হতো। কিন্তু এখন সেই ধারণাকে পেছনে ফেলে ফ্যাশন ট্রেন্ড এগিয়ে যাচ্ছে নিজস্ব গতিতে। বর্তমানে স্কুল-কলেজ পড়–য়া ছেলে-মেয়েদের মতো অফিস পাড়ার স্যার-ম্যাডামরাও ক্যাজুয়াল ফ্যাশন হিসেবে ফুলস্লিভ পোশাকগুলো বেছে নিচ্ছেন। তবে নারী-পুরুষদের জন্য আলাদা আলাদা রঙে ও নকশায় ফুলস্লিভ টি-শার্ট বাজারে আনছেন। ফুলস্লিভ টি-শার্ট পরার অনেক সুবিধাও আছে। জিন্স, গ্যাবার্ডিন বা যে কোনো প্যান্টের সঙ্গে অনায়াসে মানিয়ে পরা যায়। আবার কেডস, স্নিকার বা যে কোনো জুতার সঙ্গেও মানিয়ে পরা যায়।
দেশীয় অনেক ফ্যাশন হাউস শীতের শুরুতেই নিয়ে এসেছে এসব ফুলস্লিভ টি-শার্ট। ফ্যাশন হাউস ইজির ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘শীতে তারুণ্য চায় ফ্যাশনেবল হয়ে উঠতে। কিন্তু শীতের শুরুতে গরম-ঠান্ডার আবহাওয়ায় ভারি পোশাকের বিকল্প হিসেবে ফুলস্লিভ টি-শার্টই আদর্শ। কেননা, অন্যান্য শীত পোশাকের তুলনায় ফুলস্লিভ টি-শার্ট পাওয়া যায় একটু কম দামে। অন্যদিকে শুধু ফুলস্লিভ টি-শার্ট গায়ে হালকা শীত থেকে যেমন রক্ষা পাওয়া যায়, তেমনি ফুলস্লিভ টি-শার্টের সঙ্গে অন্য হালকা পোশাক পরলে ভারি শীত থেকেও রক্ষা পাওয়া যায় সহজেই। এ ছাড়া এটি হালের ফ্যাশনও বটে।’
বাজারে নানা ডিজাইনের ফুলস্লিভ টি-শার্ট এনেছে ফ্যাশন হাউসগুলো। টি-শার্টগুলোয় করা হয়েছে আলাদা আলাদা স্টাইপ, নকশা। রয়েছে একরঙা এবং বিভিন্ন রঙের হালকা ও ডিপ শেড। বিগত বছরগুলোতে জোড়াতালি ডিজাইন চললেও বর্তমানে এক কাপড়ের ডিজাইনই প্রাধান্য পাচ্ছে বেশি। টু-পার্ট গত হলেও একেবারে বাদ পড়ে যায়নি। কেননা, টু পার্টের টি-শার্টের উপরিভাগে দেখা যায় এক ডিজাইন আর নিচে দেখা যায় আরেক।
আবার কোনো কোনো ফুলস্লিভ টি-শার্টের জমিনে এক রং আবার হাতায় দেখা যায় অন্য। অনেক তরুণ-তরুণী আজকাল চেক প্রিন্টের পাশাপাশি বিভিন্ন প্রিন্টেড ফেব্রিকের দিকে ঝুঁকছে বেশি। ছোট-বড় বিভিন্ন ছককাটা চেকের টি-শার্টগুলো নজর কাড়ছে তরুণ-তরুণীদের। এ ছাড়া নানা প্রকৃতি, ফুল এবং প্রজাপতির মতো নানা শেডের টি-শার্টগুলোও বেছে নিচ্ছে তরুণ-তরুণীরা। তবে এক্ষেত্রে গাঢ় রংই প্রাধান্য দিচ্ছে সবাই। সব মিলে ফুলস্লিভ টি-শার্টের জমিনে আঁকা হয়েছে নানা ভ্যারিয়েশন।
দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ, নিত্য উপহার, মেঘ, পিজিয়ন, ইজি, ব্যাঙ, বার্ডস আই, যোগী, বিসর্গ, বিহঙ্গ, আর্টিজ্যান, ইন্ডিগোসহ বিভিন্ন ফ্যাশন হাউস এনেছে নানা রং ও নকশার ফুলস্লিভ টি-শার্ট।
এসব টি-শার্ট কেনা যাবে ৪৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউসগুলোয় রয়েছে ফুলস্লিভ টি-শার্টের অসংখ্য সংগ্রহ। এ ছাড়া নিউমার্কেট, গুলিস্তান, বঙ্গবাজারেও রয়েছে বিপুল সমাহার।
সূত্রঃ দৈনিক বিডি প্রতিদিন